পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা
- Update Time : 06:38:55 am, Saturday, 23 November 2024
- / 152 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকেসে আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের ১০ম অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ফোরামে যোগ দিতে রোববার (২৪ নভেম্বর) লিসবনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে তিনি ‘ইউনাইটেড ইন পিচ : রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার রিফ্লেক্টটিং অন টু ডিকেড্স অব ডায়ালগ ফর হিউমিনিটি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈশ্বিক শান্তি ও মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের অবিচল অবস্থানের কথা তুলে ধরার জন্য ওই অনুষ্ঠানে ঢাকার উপস্থিতি গুরুত্বপূর্ণ।
বিভিন্ন দেশের ও সরকার প্রধান, মন্ত্রী, উপমন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, বেসরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ, যুবনেতা এবং সুশীল সমাজের সদস্যসহ অনেকে ফোরামে অংশগ্রহণ করবেন। ফোরামের আলোচনায় সম্প্রীতিময় ভবিষ্যৎ গড়তে ঐকমত্যে আস্থা বৃদ্ধি করতে শান্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলোতে ফোকাস করা হবে।
স্পেন ও তুরস্কের পৃষ্ঠপোষকতায় ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি ইউএনএওসির অর্জনগুলো তুলে ধরা ও উদযাপনের একটি উপলক্ষ্য হবে এবং আগামী বছরগুলোর জন্য ‘ওয়ান হিউমিনিটি’র মূল পরিকল্পনা ঠিক করা হবে।























