যুব উৎসবে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট
- Update Time : 08:55:51 am, Tuesday, 12 November 2024
- / 169 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের যুব উৎসব। এ উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফা প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান।
এর আগে সোমবার আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়েছেন।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন।





















