ব্রাক্ষণবাড়িয়া (বিজয়নগর) প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর প্রেসক্লাবের অষ্টম কার্যকারি কমিটি গঠন করা হয়েছে, এ সময় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিতিতে মোঃ এইচ এম জহিরুল ইসলাম সভাপতি (দৈনিক অগ্নি শিখা),সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল হৃদয় (দৈনিক রুদ্র বাংলা), সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন (দৈনিক কালের ছবি)।এ ছাড়াও সহ সভাপতি-মোঃশফিকুর রহমান শাহিন (দৈনিক অবজারভার), মোঃমেহেদী হাসান মিলন(দৈনিক সমাচার),ও মাসুকুর রহমান ভূইয়া(দৈনিক স্বাধীন সংবাদ),যুগ্ন সম্পাদক -মহসিন (দৈনিক স্বাধীন বাংলা ও DBC),মোঃহাবিব(বিজয়নগর টিভি),মোঃহোসাইন মোঃ রুবেল(দৈনিক বাংলাদেশ সংবাদ),অর্থবিষয়ক সম্পাদক – মোঃশাজান সরকার(দৈনিক সমাজ সেবা), সদস্য রুমানা বেগম,রিয়াজ উদ্দিন (দৈনিক মাতৃ জগত),সনজিত মালাকার। বিজয়নগর প্রেসক্লাবে অস্হায়ী কার্যালয় মায়ের দোয়া মার্কেট,মির্জাপুর, বিজয় নগর, ব্রাক্ষণবাড়িয়া এক সাধারণ সভায় এ কমিটির অনুমোদিত হয়।উক্ত কমিটির সদস্যগন বিজয় নগরের সর্বস্তরের প্রসাশনিক কর্মকর্তাসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করছে।
বিজয়নগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি,জহির,সম্পাদক,আব্দুল্লাহ,সাংগঠনিক, মোশারফ
-
Reporter Name - Update Time : 09:49:51 am, Wednesday, 16 October 2024
- 209 Time View

















