হস্তশিল্প পণ্যকে বর্ষপণ্য ঘোষণা
- Update Time : 07:53:45 am, Sunday, 21 January 2024
- / 300 Time View
নিজস্ব প্রতিবেদকঃ হস্তশিল্প পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিফ) ২০২৪ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
সরকার প্রধান বলেন, হস্তশিল্পজাত পণ্যকে আমি ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি। কারণ আমরা চাই এটি আমাদের নারীদের কর্মসংস্থান বাড়াবে এবং অর্থনৈতিকভাবে নারীরা স্বাবলম্বী হবে। অনেকেই যারা গৃহ কর্ম করেন তারা সেটির পাশাপাশি এই কাজ করতে পারবেন। ফলে তাদের জন্য সেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শেখ হাসিনা বলেন, সমুদ্র বন্দরের পাশাপাশি স্থল বন্দরগুলোও চালু করা হয়েছে। এখন দেশের যে কোনো প্রান্ত থেকে সহজে পণ্য পরিবহন সহজ হয়েছে। কারণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে।
তিনি বলেন, আমরা ২০২৬ সালে উন্নয়নশীল দেশের কাতারে আসব। তাই আগামীর চ্যালেঞ্জ এবং সুযোগ মোকাবিলা করার জন্য সরকার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। উন্নয়নের স্বার্থেই প্রয়োজন ছিল সরকারে আসার। আমাদের প্রস্তুতি থাকলে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে না।





















