নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে পারভেজ নামে এক নির্মাণ শ্রমিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে
- Update Time : 05:21:50 pm, Tuesday, 25 November 2025
- / 1 Time View
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
ভোরে উপজেলার সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, পারভেজ চোর না সে নির্মাণ শ্রমিক রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরি করার আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানান।
স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, শনিবার রাতে মেসবাহউদ্দিন তার দু’ছেলেকে সঙ্গে নিয়ে চুরির অভিযোগে পারভেজকে আটকে মারধর করে। সকালে আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে তারা পালিয়ে যায়। খবরপেয়ে পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ির থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।


















