পিবিআই, নারায়ণগঞ্জ জেলা ২০২২ সালে সংঘঠিত ভিকটিম মাসুম হাওলাদারকে (৩৬) হত্যার ঘটনায় জড়িত আসামী গ্রেফতার
- Update Time : 05:27:40 pm, Monday, 24 November 2025
- / 10 Time View
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
অ্যাডিশনাল আইজিপি জনাব মোস্তফা কামাল মহোদয়ের সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই নারায়ণগঞ্জ ইউনিট প্রধান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ-বিপিএম এর নেতৃত্বে টিম পিবিআই নারায়ণগঞ্জ জেলা কর্তৃক অভিযান পরিচালনার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কায়েমপুর ওয়াপদা পুল এলাকা হতে ভিকটিম মাসুম হাওলাদারকে হত্যার ঘটনায় জড়িত আসামী মোঃ রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানা (৩০) কে গত ২৩-১১-২০২৫ তারিখ বিকাল অনুমান ৪:৩৫ ঘটিকায় গ্রেফতার করেন।
সূত্রঃ বন্দর থানার মামলা নং- ০৫, তারিখ- ০৭-১১-২০২২ খ্রিঃ জি. আর. নং-৪৩২, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড।
ঘটনার বিবরণঃ বাদীনির স্বামী প্রতিদিনের ন্যায় গত ০৫/১১/২০২২ সন্ধ্যা বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। পরবর্তীতে বাদীনির স্বামী বাসায় না ফেরায় রাত অনুমান ৯:৩০ ঘটিকায় বাদীনি তাহার স্বামী ভিকটিম মাসুম হাওলাদার(৩৬) এর ফোনে ফোন দিলে মোবাইল নম্বর বন্ধ পায়। বাদীনি তাহার স্বামীকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করার একপর্যায়ে গত ০৭/১১/২০২২ তারিখ সকাল অনুমান ৯:৩০ ঘটিকায় সময় বন্দর থানাধীন কুশিয়ারি সাকিনস্থ চন্ডীতলা কবরস্থানের পূর্ব পাশে খালের ডোবার মধ্যে একটি মৃত দেহ দেখতে পায়। তখন বাদীনির স্বামীর বড় ভাই মোঃ আসলাম হাওলাদার লাশ ডোবার কিনারে আনলে বাদীনি ভিকটিমের লাশ সনাক্ত করেন। অজ্ঞাতনামা আসামীরা গত ০৫/১১/২০২ বিকাল ০৭/১১/২০২২ তারিখ সকাল অনুমান ৯:৩০ ঘটিকার যেকোন সময় বাদীনি মোসাঃ শিরিন এর স্বামী ভিকটিম মাসুম হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মর্মে আরজীতে উল্লেখ করেন। পিবিআই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত্র মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানের উপর অর্পণ করেন।
তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান তথ্য প্রযুক্তির বিশ্লেষণ এবং গোপন তদন্তের ভিত্তিতে সংঙ্গীয় অফিসার ফোর্সের সহয়তায় ভিকটিম মাসুম হাওলাদার(৩৬) কে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী মোঃ রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানা(৩০), পিতা- মৃত লিয়াকত হোসেন, সাং- নোয়াদ্দা খনকারবাড়ি মোড়, থানা- বন্দর, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কায়েমপুর ওয়াপদা পুল এলাকা হতে গত ইং ২৩/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ৪:৩৫ ঘটিকায় গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামী মোঃ রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানা(৩০) কে অদ্য ২৪/১১/২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করলে উক্ত আসামী তাহার নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিধির ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। পলাতক আসমী গ্রেফতারের জন্য অভিযান কার্যক্রম অব্যাহত আছে।

















