নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ ০৫ (শুক্রবার) রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই হুমায়ন কবির, এসআই সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সেনাবাহিনীর সাথে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনাকালে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নস্থ মাছিমপুর মিরগদাই সাকিনস্থ জনৈক সিরাজুল ইসলাম এর পরিত্যক্ত বিল্ডিং এর ভিতর অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ১। রমজান মোল্লা (৩৫), পিতা- আবদুল মান্নান, সাং- মাছিমপুর, ২। মোঃ সবুজ মিয়া (২৬), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-পাড়াগাও, ৩। মেহেদী হাসান (২৫), পিতা-ফারুক মিয়া, সাং- ছোনাব, ৪। এনামুল হক(১৯), পিতা -আজিজুল হক, সাং-ব্রাহ্মনগাও, ৫। সুমন মিয়া (২৪), পিতা- খোকন মিয়া, সাং- ভায়েলা, সকল থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদের ধৃত করে। এসময় তাদের দখল থেকে ১। বিদেশি পিস্তল ১ টি, ২। ম্যাগাজিন ২ টি, ৩। এ্যামোনিশন ১০ রাউন্ড, ৪। ফেনসিডিল ৬ বোতল, ৫। ইয়াবা ৯ পিস, ৬। ককটেল ১৪ টি, ৭। দেশীয় অস্ত্র...
৪
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ
০৫ (শুক্রবার) রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই হুমায়ন কবির, এসআই সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সেনাবাহিনীর সাথে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনাকালে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নস্থ মাছিমপুর মিরগদাই সাকিনস্থ জনৈক সিরাজুল ইসলাম এর পরিত্যক্ত বিল্ডিং এর ভিতর অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ১। রমজান মোল্লা (৩৫), পিতা- আবদুল মান্নান, সাং- মাছিমপুর, ২। মোঃ সবুজ মিয়া (২৬), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-পাড়াগাও, ৩। মেহেদী হাসান (২৫), পিতা-ফারুক মিয়া, সাং- ছোনাব, ৪। এনামুল হক(১৯), পিতা -আজিজুল হক, সাং-ব্রাহ্মনগাও, ৫। সুমন মিয়া (২৪), পিতা- খোকন মিয়া, সাং- ভায়েলা, সকল থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদের ধৃত করে। এসময় তাদের দখল থেকে ১। বিদেশি পিস্তল ১ টি, ২। ম্যাগাজিন ২ টি, ৩। এ্যামোনিশন ১০ রাউন্ড, ৪। ফেনসিডিল ৬ বোতল, ৫। ইয়াবা ৯ পিস, ৬। ককটেল ১৪ টি, ৭। দেশীয় অস্ত্র ৬ টি, ৮। গাঁজা ১২.৫ গ্রাম, ৯। নগদ ১৮,৩৭০/- টাকা উদ্ধারপূবর্ক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক উপাদানাবলী আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে।