চট্টগ্রাম বৈষম্যবিরুধী আন্দোলনে হামলার অভিযোগে সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পলাতক এমপি নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি সেবে রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, নদভীর পিএস গ্রেপ্তার
-
Reporter Name - Update Time : 10:01:32 am, Sunday, 13 July 2025
- 95 Time View

















