Dhaka 3:50 am, Monday, 24 November 2025

বনভূমি নিয়ে নতুন দখলদারদের ফরমায়েশী সংবাদে অতিষ্ঠ বিট কর্মকর্তা

  • Reporter Name
  • Update Time : 10:37:20 am, Tuesday, 22 April 2025
  • 109 Time View

স্টাফ রিপোর্টার,গাজিপুর: গাজীপুরের কাশিমপুর বিটের আওতায় কোনাবাড়ী থানাধীন ৫৩৬ নং মিরপুর মৌজার গেজেট নোটিফিকেশন নং৩১২৫ফর/ ১৩/৪/১৯৫৫ এর গেজেটভুক্ত বনভূমি ও ২০ধারা সরকারি সংরক্ষিত বনভূমি যার সিএস দাগ নং ১৪২ আর এস দাগ ৩৩১ও ৩৩২ সিএস দাগ নং ১৮৮ এর অবস্থান উল্লেখিত থানাধীন নতুন বাজার এলাকায় আর এস ৩৬৪, ৩৬৫ হাল দাগ ৮৮, ৮৮ ৩৪৪ ডিপি খতিয়ান নং ৩ উল্লেখ করে উল্লিখিত ভূমিটি ব্যক্তি মালিকানায় নিতে প্রতারণা মূলক লেখনীর মাধ্যমে বিগত ১৮/২/২১ইং তারিখ আদালতে জি আর নং ৮৯৭৯/২১ মোকদ্দমা দায়ের করে একটি প্রতারক চক্র , বাদীর আপত্তি নং ১৭৫৭ ১ নং খাতুন নূর বেগম মাতা মরিয়ম খাতুন, স্বামী আব্দুল মজিদ ২/মোসাম্মৎ পিয়ারী বেগম, ৩/মোঃ আব্দুল মালেক ৪/ মোঃ আব্দুল খালেক ৫/মোসাম্মৎ আনোয়ারা বেগম ৬/আব্দুল হালিম এভাবেও অনৈতিক অসংলগ্ন নাম ঠিকানা উল্লেখ করে মোট ১০”৫৩ একর সম্পত্তির মাঝে আংশিক ভূমির বর্ণনা দিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করে বছরের পর বছর আদালতে মুলা ঝুলিেয় সেখানে গড়ে উঠেছে ট্রাক স্ট্যান্ড, গরুর হাট, ছোট ছোট শিল্প কারখানা, চায়ের দোকান থেকে শুরু করে রকমারি মার্কেট মার্কেট যার নিরাপত্তা নিশ্চিতে রয়েছে সাংবাদিক কার্যালয়। আংশিক কাগজপত্র পর্যালোচনায় ও বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায় বহুমূল্যবান শতকোটি টাকার সরকারি বনভূমি একটি কুচক্রী মহল প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ব্যক্তি মালিকানায় ভোগ দখলে নিয়ে রেখেছি দীর্ঘদিন যাবত। ১৯৯২/ ৯৩ সালে দখলের সূচনা শুরু হলে তৎসময়ে বন ভূমির রক্ষার দায়িত্বে নিয়োজিত কিছু কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের পরস্পর যোগসাজস স্পষ্ট পরিলক্ষিত। পক্ষদ্বয়ের মাঝে মামলা-মোকদ্দমার বেড়াজাল সৃষ্টি হওয়ার কারণে উল্লেখিত ভূমি দখল নিতে বর্তমান সময়ে আর ও বেপরোয়া ব্যতিব্যস্ত হয়েছে একটি নতুন চক্র। এমন বে-দখলি সম্পত্তি রয়েছে বাগবের মজৌ সিএস ৫৩ আর এস ১৪৯/১৫৫ অভিযুক্ত ইন্ডাস্ট্রির সংখ্যা একাধিক থাকিলেও ব্যক্তিগত আক্রশে দুই একটি ইন্ডাস্ট্রি নিয়ে জল্পনা কল্পনার কোন শেষ নেই।এক পক্ষ আর এক পক্ষ নিয়ে চলছে চুল ছেরা বিশ্লেষণ এ নিয়ে বিট কর্মকর্তা সুলাইমান হোসেন আদালতে কিংবা থানায় আইনের আশ্রয়ে শেষ রক্ষা করতে গিয়ে নানাবীদ হয়রানি শিকার হচ্ছেন। ইতিমধ্যে গজার চাপ মোজা ৫৭ দাগে ডাক্তার এমদাদ গং বিভিন্ন মামলা-মোকদ্দমা দিয়ে বিট কর্মকর্তা কে নানাবিদ হয়রানির জালে জড়িয়ে ফেলেছেন, আজ বিট কর্মকর্তা এ থেকে পরিত্রাণ চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

জনপ্রিয় পোস্ট

হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

বনভূমি নিয়ে নতুন দখলদারদের ফরমায়েশী সংবাদে অতিষ্ঠ বিট কর্মকর্তা

Update Time : 10:37:20 am, Tuesday, 22 April 2025

স্টাফ রিপোর্টার,গাজিপুর: গাজীপুরের কাশিমপুর বিটের আওতায় কোনাবাড়ী থানাধীন ৫৩৬ নং মিরপুর মৌজার গেজেট নোটিফিকেশন নং৩১২৫ফর/ ১৩/৪/১৯৫৫ এর গেজেটভুক্ত বনভূমি ও ২০ধারা সরকারি সংরক্ষিত বনভূমি যার সিএস দাগ নং ১৪২ আর এস দাগ ৩৩১ও ৩৩২ সিএস দাগ নং ১৮৮ এর অবস্থান উল্লেখিত থানাধীন নতুন বাজার এলাকায় আর এস ৩৬৪, ৩৬৫ হাল দাগ ৮৮, ৮৮ ৩৪৪ ডিপি খতিয়ান নং ৩ উল্লেখ করে উল্লিখিত ভূমিটি ব্যক্তি মালিকানায় নিতে প্রতারণা মূলক লেখনীর মাধ্যমে বিগত ১৮/২/২১ইং তারিখ আদালতে জি আর নং ৮৯৭৯/২১ মোকদ্দমা দায়ের করে একটি প্রতারক চক্র , বাদীর আপত্তি নং ১৭৫৭ ১ নং খাতুন নূর বেগম মাতা মরিয়ম খাতুন, স্বামী আব্দুল মজিদ ২/মোসাম্মৎ পিয়ারী বেগম, ৩/মোঃ আব্দুল মালেক ৪/ মোঃ আব্দুল খালেক ৫/মোসাম্মৎ আনোয়ারা বেগম ৬/আব্দুল হালিম এভাবেও অনৈতিক অসংলগ্ন নাম ঠিকানা উল্লেখ করে মোট ১০”৫৩ একর সম্পত্তির মাঝে আংশিক ভূমির বর্ণনা দিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করে বছরের পর বছর আদালতে মুলা ঝুলিেয় সেখানে গড়ে উঠেছে ট্রাক স্ট্যান্ড, গরুর হাট, ছোট ছোট শিল্প কারখানা, চায়ের দোকান থেকে শুরু করে রকমারি মার্কেট মার্কেট যার নিরাপত্তা নিশ্চিতে রয়েছে সাংবাদিক কার্যালয়। আংশিক কাগজপত্র পর্যালোচনায় ও বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায় বহুমূল্যবান শতকোটি টাকার সরকারি বনভূমি একটি কুচক্রী মহল প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ব্যক্তি মালিকানায় ভোগ দখলে নিয়ে রেখেছি দীর্ঘদিন যাবত। ১৯৯২/ ৯৩ সালে দখলের সূচনা শুরু হলে তৎসময়ে বন ভূমির রক্ষার দায়িত্বে নিয়োজিত কিছু কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের পরস্পর যোগসাজস স্পষ্ট পরিলক্ষিত। পক্ষদ্বয়ের মাঝে মামলা-মোকদ্দমার বেড়াজাল সৃষ্টি হওয়ার কারণে উল্লেখিত ভূমি দখল নিতে বর্তমান সময়ে আর ও বেপরোয়া ব্যতিব্যস্ত হয়েছে একটি নতুন চক্র। এমন বে-দখলি সম্পত্তি রয়েছে বাগবের মজৌ সিএস ৫৩ আর এস ১৪৯/১৫৫ অভিযুক্ত ইন্ডাস্ট্রির সংখ্যা একাধিক থাকিলেও ব্যক্তিগত আক্রশে দুই একটি ইন্ডাস্ট্রি নিয়ে জল্পনা কল্পনার কোন শেষ নেই।এক পক্ষ আর এক পক্ষ নিয়ে চলছে চুল ছেরা বিশ্লেষণ এ নিয়ে বিট কর্মকর্তা সুলাইমান হোসেন আদালতে কিংবা থানায় আইনের আশ্রয়ে শেষ রক্ষা করতে গিয়ে নানাবীদ হয়রানি শিকার হচ্ছেন। ইতিমধ্যে গজার চাপ মোজা ৫৭ দাগে ডাক্তার এমদাদ গং বিভিন্ন মামলা-মোকদ্দমা দিয়ে বিট কর্মকর্তা কে নানাবিদ হয়রানির জালে জড়িয়ে ফেলেছেন, আজ বিট কর্মকর্তা এ থেকে পরিত্রাণ চান।