Update Time :
06:20:28 am, Wednesday, 16 April 2025
110
Time View
নারায়ণগঞ্জের কুখ্যাত ডাকাত পিয়াল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার দৈলেরবাগসহ চার গ্রামে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কুখ্যাত ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী পিয়াল ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার ১৪ এপ্রিল সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজামবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হল-হাবিবপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়াল, তার ছোট ভাই ইয়াসির আরাফাত এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম ডাকাতির সময় হাতেনাতে আটক করে। এ সময় পিয়াল ভবনের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে আহত হয়। পরে তাকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়। এ ব্যাপারে থানার (তদন্ত) কর্মকর্তা বলেন ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
৩
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার দৈলেরবাগসহ চার গ্রামে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কুখ্যাত ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী পিয়াল ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।
সোমবার ১৪ এপ্রিল সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজামবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হল-হাবিবপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়াল, তার ছোট ভাই ইয়াসির আরাফাত এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম ডাকাতির সময় হাতেনাতে আটক করে।
এ সময় পিয়াল ভবনের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে আহত হয়। পরে তাকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়।
এ ব্যাপারে থানার (তদন্ত) কর্মকর্তা বলেন ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।