Dhaka 3:25 am, Monday, 24 November 2025

নারায়ণগঞ্জের বিকেএমইএ’র নির্বাচনে হাতেমের নেতৃত্বে ৪২ মনোনয়ন জমা

  • Reporter Name
  • Update Time : 05:11:28 am, Saturday, 12 April 2025
  • 77 Time View

সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের নীট পোশাক রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচন।

আগামী ১০ মে এ অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৩৫ টি পদের বিপরীতে ৪২ টি মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা।

মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিন ৯ এপ্রিল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী।
নির্বাচনকে কেন্দ্র করে বিকেএমইএ’র বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে ৩৯ জন প্রার্থী একটি প্যানেলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও তিনজন প্রার্থী।

প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে বিকেএমইএ’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী বলে, ‘আমরা প্রত্যাশা করছি পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দর একটি নির্বাচন আমরা উপহার দিতে পারব। আমাদের মোট ৩৫ টি পদের বিপরীতে প্রায় ৪২টি মনোনয়নপত্র জমা হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জে ২টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যে কোনো ভোটকেন্দ্রে তাদের ভোট দিতে পারবে। যে ভোটার নয়, সে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।’

বিকেএমইএ’র নির্বাচন পরিষদের সদস্য শাহজাহান সিদ্দিকি বলে, ‘আমরা নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছি। কোনো একজন ভোটার যে কেন্দ্রে ভোট দিবেন, সঙ্গে সঙ্গে অপর কেন্দ্রে তার ভোট প্রদানের বিষয়টি স্ক্রিনে চলে আসবে। ফলে কোন কেন্দ্রে কতজন এবং কোন কোন ভোটার ভোট দিয়েছেন তা কেন্দ্রে বসেই লাইভ অর্থাৎ সরাসরি আপডেট তথ্য পাওয়া যাবে।

মনোনয়নপত্র জমা দিয়ে বিকেএমইএর বর্তমান সভাপতি মো: হাতেম বলে, ‘এবারের নির্বাচনে অত্যন্ত দক্ষ নির্বাচন বোর্ড পেয়েছি। এ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা বিজেএমইএ সহ বিভিন্ন জাতীয় সংগঠনের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। আমরা প্রত্যাশা করছি এই নির্বাচন বোর্ড সুন্দর, সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ একটি নির্বাচন উপহার দেবেন।

মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিন সেখানে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ সভাপতি মনসুর আহমেদ, সহ সভাপতি সামসুজ্জামান, অমল পোদ্দার, গওহর সিরাজ জামিল, সহ সভাপতি আক্তার হোসেন অপুর্ব ও মো: রাশেদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

জনপ্রিয় পোস্ট

হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

নারায়ণগঞ্জের বিকেএমইএ’র নির্বাচনে হাতেমের নেতৃত্বে ৪২ মনোনয়ন জমা

Update Time : 05:11:28 am, Saturday, 12 April 2025

সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের নীট পোশাক রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচন।

আগামী ১০ মে এ অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৩৫ টি পদের বিপরীতে ৪২ টি মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা।

মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিন ৯ এপ্রিল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী।
নির্বাচনকে কেন্দ্র করে বিকেএমইএ’র বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে ৩৯ জন প্রার্থী একটি প্যানেলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও তিনজন প্রার্থী।

প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে বিকেএমইএ’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী বলে, ‘আমরা প্রত্যাশা করছি পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দর একটি নির্বাচন আমরা উপহার দিতে পারব। আমাদের মোট ৩৫ টি পদের বিপরীতে প্রায় ৪২টি মনোনয়নপত্র জমা হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জে ২টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যে কোনো ভোটকেন্দ্রে তাদের ভোট দিতে পারবে। যে ভোটার নয়, সে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।’

বিকেএমইএ’র নির্বাচন পরিষদের সদস্য শাহজাহান সিদ্দিকি বলে, ‘আমরা নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছি। কোনো একজন ভোটার যে কেন্দ্রে ভোট দিবেন, সঙ্গে সঙ্গে অপর কেন্দ্রে তার ভোট প্রদানের বিষয়টি স্ক্রিনে চলে আসবে। ফলে কোন কেন্দ্রে কতজন এবং কোন কোন ভোটার ভোট দিয়েছেন তা কেন্দ্রে বসেই লাইভ অর্থাৎ সরাসরি আপডেট তথ্য পাওয়া যাবে।

মনোনয়নপত্র জমা দিয়ে বিকেএমইএর বর্তমান সভাপতি মো: হাতেম বলে, ‘এবারের নির্বাচনে অত্যন্ত দক্ষ নির্বাচন বোর্ড পেয়েছি। এ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা বিজেএমইএ সহ বিভিন্ন জাতীয় সংগঠনের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। আমরা প্রত্যাশা করছি এই নির্বাচন বোর্ড সুন্দর, সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ একটি নির্বাচন উপহার দেবেন।

মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিন সেখানে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ সভাপতি মনসুর আহমেদ, সহ সভাপতি সামসুজ্জামান, অমল পোদ্দার, গওহর সিরাজ জামিল, সহ সভাপতি আক্তার হোসেন অপুর্ব ও মো: রাশেদ প্রমুখ।