‘চ্যালেঞ্জ সব সেক্টরে আছে: হৃদয়
- Update Time : 09:26:32 am, Sunday, 6 April 2025
- / 170 Time View
ক্রীড়া ডেস্ক: খেলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। গেল ২৪ মার্চ ডিপিএলে মোহামেডানের অধিনায়ক হিসেবে টসে অংশ নিয়েছিলেন তিনি। তারপর সেখান থেকে হাসপাতালে। এই মুহূর্তে তামিম অনেকটাই সুস্থ। ঢাকার বাসায় রয়েছেন, স্বাভাবিক কর্মকাণ্ড করছেন।
কিন্তু মাঠের খেলায় ফিরতে কয়েক মাস অপেক্ষা করতে হবে তামিমকে। তাতে এবারের ডিপিএলে আর খেলা হচ্ছে না তার। তাই তামিমের বদলে মোহামেডানের অধিনায়কত্ব করবেন তাওহীদ হৃদয়। গতকাল হৃদয় বলেছেন, ‘চ্যালেঞ্জ সব সেক্টরে আছে। আমি চেষ্টা করবো উপভোগ করার। চেষ্টা করবো, দলের জন্য যতটুকু পারবো এই দিকটাতে অবদান রাখতে।’
মোহামেডানকে নিয়ে তাওহীদ হৃদয় বলেছেন, ‘আমাদের হাতে যা আছে, তার ভেতর থেকে সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বড় বাজেটের দল, এখনো বড় বাজেটের দল আছে। সামনে জাতীয় দলের খেলা রয়েছে, সেখানে অনেকের যাওয়া লাগবে। আশা করছি আমাদের যারা ব্যাকআপ আছে, তাদের জন্য একটা ইতিবাচক ব্যাপার হবে। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করবো যখনই যে অবস্থায় সুযোগ আসবে, সেটা কাজে লাগানোর।’
অধিনায়কত্ব নিয়ে হৃদয় বলেছেন, ‘বয়সভিত্তিক দলে অধিনায়কত্ব করেছি। ‘এ’ দলে করেছি। অনেক সময় নিজের হাতে থাকে না কিছু। পেশাগত জায়গা থেকে এই চ্যালেঞ্জ নিতেই হবে। চিন্তার তেমন কিছুই নেই। সবকিছু স্বাভাবিকভাবেই এগিয়ে নেব। আমাদের যে সাধারণ পরিকল্পনা থাকে, সেটিই থাকবে।’
























