Dhaka 2:34 am, Monday, 24 November 2025

ফতুল্লায় মসজিদে ঢুকে খতিবসহ ৩ মুসল্লিকে পিটিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : 07:22:46 am, Sunday, 23 March 2025
  • 90 Time View

সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ মসজিদের ভেতর ঢুকে খতিব ও কয়েকজন মুসল্লিকে পিটিয়ে জখম করেছে বহিরাগতরা। এ-সংক্রান্ত একটি ভিডিও শনিবার (২২ মার্চ) রাতে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে রূপায়ণ টাউনের একটি মসজিদে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত ১০টায় জোরপূর্বক রূপায়ণ টাউন জামে মসজিদের খতিব শায়েখ জামাল উদ্দিনকে (৫০) অব্যাহতি ও লাঞ্ছিত করাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় খতিবসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- খতিব শায়েখ জামাল উদ্দিন (৫০), এম এ হোসাইন রাজ (৩৬) ও আব্দুল হান্নান (৪০)।

অভিযোগে উল্লেখিত অভিযুক্তরা হলেন- জহিরুল ইসলাম (৫৫), আবু সাইদ পাটোয়ারী রাসেল (৪৩), বাবু (৩৭), মোঃ আঃ মুবিন (৫৫), মোঃ বাহাউদ্দিন (৫০) ও মো. মিজানুর রহমান (৪৭)।

অভিযোগ সূত্রে জানাগেছে, অভিযুক্তরা বহিরাগত হয়েও আধিপত্য বিস্তারের জন্য রুপায়ন টাউন সোসাইটিতে সন্ত্রাসী কার্যক্রম করিয়া আসছে। সম্প্রতি জোরপূর্বক তারা রুপায়ন টাউন সোসাইটির লোকজন বা মুসল্লিদের মতামত ব্যতিত ঐচ্ছিক মসজিদ কমিটি গঠন করে যাহা উক্ত টাউনে বসবাসকৃত মুসল্লিগণ কেউই স্বীকৃত দেয়নি। রুপায়ন টাউন জামে মসজিদে সায়েখ জামাল উদ্দিন (৫০) সাহেব দীর্ঘ ১৩ বছর যাবৎ সুনামের সহিত খতিব হিসাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছে এবং আমরা রুপায়ন টাউনসী তাহার উপর সর্বোচ্চ সন্তুষ্ট। কিন্তু উক্ত অভিযুক্তরা তাদের সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের স্বার্থে আমাদের খতিবকে বিতাড়িত করার জন্য অপচেষ্টা ও পায়তারা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারাবী নামায শেষে রুপায়ন টাউনবাসীকে ধর্মীয় বয়ান দেয়ার সময় অভিযুক্তরা রুপায়ন টাউনবাসীর মতামত ছাড়া খতিব সাহেবকে তাহার দায়িত্ব হইতে অব্যাহতি পত্র প্রদান করে এবং তাকে লাঞ্চিত করতে থাকে। এতে কিছু মুসল্লি প্রতিবাদ জানাইলে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হইয়া দেশীয় অস্ত্র নিয়ে খতিব সাহেবসহ মুসল্লিদের উপর হামলা চালায়। হামলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এম এ হোসাইন রাজ। এছাড়াও খতিব সায়েখ জামাল উদ্দিন ও আঃ হান্নান আহত হয়েছেন।

এ সময় তাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে এ ঘটনায় থানা পুলিশে অভিযোগ দিলে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে চলে যায়।

এবিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিন বলেন, অভিযোগের তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

জনপ্রিয় পোস্ট

হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

ফতুল্লায় মসজিদে ঢুকে খতিবসহ ৩ মুসল্লিকে পিটিয়ে জখম

Update Time : 07:22:46 am, Sunday, 23 March 2025

সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ মসজিদের ভেতর ঢুকে খতিব ও কয়েকজন মুসল্লিকে পিটিয়ে জখম করেছে বহিরাগতরা। এ-সংক্রান্ত একটি ভিডিও শনিবার (২২ মার্চ) রাতে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে রূপায়ণ টাউনের একটি মসজিদে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত ১০টায় জোরপূর্বক রূপায়ণ টাউন জামে মসজিদের খতিব শায়েখ জামাল উদ্দিনকে (৫০) অব্যাহতি ও লাঞ্ছিত করাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় খতিবসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- খতিব শায়েখ জামাল উদ্দিন (৫০), এম এ হোসাইন রাজ (৩৬) ও আব্দুল হান্নান (৪০)।

অভিযোগে উল্লেখিত অভিযুক্তরা হলেন- জহিরুল ইসলাম (৫৫), আবু সাইদ পাটোয়ারী রাসেল (৪৩), বাবু (৩৭), মোঃ আঃ মুবিন (৫৫), মোঃ বাহাউদ্দিন (৫০) ও মো. মিজানুর রহমান (৪৭)।

অভিযোগ সূত্রে জানাগেছে, অভিযুক্তরা বহিরাগত হয়েও আধিপত্য বিস্তারের জন্য রুপায়ন টাউন সোসাইটিতে সন্ত্রাসী কার্যক্রম করিয়া আসছে। সম্প্রতি জোরপূর্বক তারা রুপায়ন টাউন সোসাইটির লোকজন বা মুসল্লিদের মতামত ব্যতিত ঐচ্ছিক মসজিদ কমিটি গঠন করে যাহা উক্ত টাউনে বসবাসকৃত মুসল্লিগণ কেউই স্বীকৃত দেয়নি। রুপায়ন টাউন জামে মসজিদে সায়েখ জামাল উদ্দিন (৫০) সাহেব দীর্ঘ ১৩ বছর যাবৎ সুনামের সহিত খতিব হিসাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছে এবং আমরা রুপায়ন টাউনসী তাহার উপর সর্বোচ্চ সন্তুষ্ট। কিন্তু উক্ত অভিযুক্তরা তাদের সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের স্বার্থে আমাদের খতিবকে বিতাড়িত করার জন্য অপচেষ্টা ও পায়তারা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারাবী নামায শেষে রুপায়ন টাউনবাসীকে ধর্মীয় বয়ান দেয়ার সময় অভিযুক্তরা রুপায়ন টাউনবাসীর মতামত ছাড়া খতিব সাহেবকে তাহার দায়িত্ব হইতে অব্যাহতি পত্র প্রদান করে এবং তাকে লাঞ্চিত করতে থাকে। এতে কিছু মুসল্লি প্রতিবাদ জানাইলে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হইয়া দেশীয় অস্ত্র নিয়ে খতিব সাহেবসহ মুসল্লিদের উপর হামলা চালায়। হামলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এম এ হোসাইন রাজ। এছাড়াও খতিব সায়েখ জামাল উদ্দিন ও আঃ হান্নান আহত হয়েছেন।

এ সময় তাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে এ ঘটনায় থানা পুলিশে অভিযোগ দিলে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে চলে যায়।

এবিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিন বলেন, অভিযোগের তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।