Dhaka 1:58 am, Monday, 24 November 2025

নারায়ণগঞ্জে ধর্ষণ চেষ্টার শিকার শিশুর পরিবারের পাশে আফরোজা আব্বাস

  • Reporter Name
  • Update Time : 06:21:40 am, Monday, 17 March 2025
  • 102 Time View

সাহাব উদ্দীন বিশেষ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার (১৬ মার্চ) সকালে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় শিশুটির বাসায় যান তিনি।

এসময় আফরোজা আব্বাস শিশুটির অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। একইসঙ্গে, তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং শিশুটির চিকিৎসাসহ আইনগত সহায়তার আশ্বাস দেন।
আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘দেশে শিশু নির্যাতনের ঘটনা বেড়ে গেছে, এর জন্য সরকারের বিচার ব্যবস্থা দায়ী।’ তিনি বলেন, ‘যদি মাগুরার আছিয়া ধর্ষণকারির বিচার সঠিকভাবে হত, তবে পরবর্তীতে এমন ঘটনা ঘটতো না।’ তিনি আরও বলেন, ‘ধর্ষণের ক্ষেত্রে সরকার ধর্ষকদের পুরস্কৃত করার কারণে দেশে গণধর্ষণের প্রবণতা বেড়েছে।

আফরোজা আব্বাস ধর্ষণ রোধে বর্তমান সরকারকে আরও কঠিন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ধর্ষণকারীদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসিয়ে ঝুলিয়ে বিচার নিশ্চিত করার পাশাপাশি কঠোর আইন প্রণয়নের দাবি জানান।

এর আগে (১৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় শিশুটি মায়ের কাছ থেকে টাকা নিয়ে সেলিমের মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় সেলিম চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে সেলিমকে গণপিটুনি দেয় এবং পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত সেলিমকে আটক করে।

আফরোজা আব্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী নিপীড়িত আইনজীবি সমিতির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সম্পাদিকা ও ভুক্তভোগি শিশুটির মামলার আইনজীবি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন সহ স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

জনপ্রিয় পোস্ট

হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

নারায়ণগঞ্জে ধর্ষণ চেষ্টার শিকার শিশুর পরিবারের পাশে আফরোজা আব্বাস

Update Time : 06:21:40 am, Monday, 17 March 2025

সাহাব উদ্দীন বিশেষ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার (১৬ মার্চ) সকালে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় শিশুটির বাসায় যান তিনি।

এসময় আফরোজা আব্বাস শিশুটির অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। একইসঙ্গে, তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং শিশুটির চিকিৎসাসহ আইনগত সহায়তার আশ্বাস দেন।
আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘দেশে শিশু নির্যাতনের ঘটনা বেড়ে গেছে, এর জন্য সরকারের বিচার ব্যবস্থা দায়ী।’ তিনি বলেন, ‘যদি মাগুরার আছিয়া ধর্ষণকারির বিচার সঠিকভাবে হত, তবে পরবর্তীতে এমন ঘটনা ঘটতো না।’ তিনি আরও বলেন, ‘ধর্ষণের ক্ষেত্রে সরকার ধর্ষকদের পুরস্কৃত করার কারণে দেশে গণধর্ষণের প্রবণতা বেড়েছে।

আফরোজা আব্বাস ধর্ষণ রোধে বর্তমান সরকারকে আরও কঠিন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ধর্ষণকারীদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসিয়ে ঝুলিয়ে বিচার নিশ্চিত করার পাশাপাশি কঠোর আইন প্রণয়নের দাবি জানান।

এর আগে (১৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় শিশুটি মায়ের কাছ থেকে টাকা নিয়ে সেলিমের মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় সেলিম চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে সেলিমকে গণপিটুনি দেয় এবং পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত সেলিমকে আটক করে।

আফরোজা আব্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী নিপীড়িত আইনজীবি সমিতির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সম্পাদিকা ও ভুক্তভোগি শিশুটির মামলার আইনজীবি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন সহ স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।