কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মেঘনা নদীতে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ২৮ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের ফতুল্লা স্টেশন। তবে এই অভিযানে বালু উত্তোলনের সাথে জড়িত মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
গত মঙ্গলবার ( ৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৪:০০ ঘটিকার সময় রামপ্রসাদের চর গ্রামের পাড়ঘেষে বালু উত্তোলনের খবর পেয়ে নৌ পুলিশের চাঁদপুর জোনের এসপির নেতৃত্বে কোস্ট গার্ডের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে এই অভিযানে ২৮ জন দুষ্কৃতকারী এবং অবৈধ ড্রেজার, বাল্কহেড আটক করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ গত ৫ আগষ্ট আওয়ামিলীগ সরকার পতন হওয়ার পর থেকে বিএনপির সুবিধাবাদী নেতা চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নলচর গ্রামের বারেক প্রধান, যুবদল নেতা রবিউল্লাহ রবি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসনাত প্রধান, আলী হোসেন সহ একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের নেতৃত্ব দিয়ে আসছে। নৌপুলিশ এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে এই মূলহোতাদের কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।
Reporter Name 
















