Dhaka 5:45 am, Friday, 28 November 2025

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা: মেয়র শাহাদাত

Reporter Name
  • Update Time : 07:47:49 am, Thursday, 27 February 2025
  • / 137 Time View
১০

মাসুদ পারভেজ,বিভাগীয় ব্যুরো চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগর পরিচ্ছন্ন রাখতে যেভাবে প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি সেভাবে রমজানের প্রথম দিন থেকেই বাজারে যাব। আমার সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবেন। যদি কেউ ওজনে কম দেয় বা পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দেয়, তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এই অভিযান শুধু এক দিনের জন্য নয়, পুরো রমজান জুড়েই চলবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের উদ্যোগে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে যৌথ সভায় মেয়র এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়, অথচ বাংলাদেশে ঠিক উল্টোটা ঘটে।

রমজান এলেই দাম বেড়ে যায়, যা মোটেও গ্রহণযোগ্য নয়। এটি সংযমের মাস।
যদি আমরা এই মাসেও নৈতিক চরিত্র ঠিক রাখতে না পারি, তবে আর কোনো সুযোগ নেই। ইসলাম আমাদের শিক্ষা দেয় ন্যায্য ব্যবসা ও সততার পথ অনুসরণ করতে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার লোভে সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে দিচ্ছে, যা একেবারেই অনৈতিক।

চলমান খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে মেয়র বলেন, আমরা চকবাজারসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। কিন্তু তারপরও কিছু মানুষ আবারও বসার চেষ্টা করছে। সন্ধ্যার পর তারা দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমরা বারবার উচ্ছেদ করছি, তবে এই দায়িত্ব এলাকাবাসীকেও নিতে হবে। যদি কেউ জোরপূর্বক জায়গা দখল করে বসে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কঠোর শাস্তি দেওয়া হবে। যদি কোনো অসাধু চক্র সশস্ত্র হয়ে প্রতিরোধের চেষ্টা করে, তবে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।

যৌথ সভায় বিভিন্ন প্রতিনিধি আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানান। এর মধ্যে রয়েছে সড়কে অবৈধভাবে বসা হকার উচ্ছেদ করা,পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং এর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা, যাতে ক্রেতা-বিক্রেতার মধ্যে কোনো অনিয়ম না হয়, পণ্যের সাপ্লাই চেইন সঠিকভাবে পরিচালনা করা, যাতে প্রয়োজনীয় পণ্য সময়মতো বাজারে আসে এবং পণ্যের অভাব বা সংকট যাতে না ঘটে, আমদানি পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবস্থা গ্রহণ, যাতে আমদানি পণ্যের দাম বাড়ানো না হয়, রমজান মাসে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, যাতে বাজারের দিকে যাতায়াতে সমস্যা না হয়, পণ্যের ওজন সঠিকভাবে দেওয়া নিশ্চিত করা, যাতে ক্রেতারা ন্যায্য পরিমাণ পণ্য পায়।

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা: মেয়র শাহাদাত

Update Time : 07:47:49 am, Thursday, 27 February 2025
১০

মাসুদ পারভেজ,বিভাগীয় ব্যুরো চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগর পরিচ্ছন্ন রাখতে যেভাবে প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি সেভাবে রমজানের প্রথম দিন থেকেই বাজারে যাব। আমার সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবেন। যদি কেউ ওজনে কম দেয় বা পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দেয়, তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এই অভিযান শুধু এক দিনের জন্য নয়, পুরো রমজান জুড়েই চলবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের উদ্যোগে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে যৌথ সভায় মেয়র এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়, অথচ বাংলাদেশে ঠিক উল্টোটা ঘটে।

রমজান এলেই দাম বেড়ে যায়, যা মোটেও গ্রহণযোগ্য নয়। এটি সংযমের মাস।
যদি আমরা এই মাসেও নৈতিক চরিত্র ঠিক রাখতে না পারি, তবে আর কোনো সুযোগ নেই। ইসলাম আমাদের শিক্ষা দেয় ন্যায্য ব্যবসা ও সততার পথ অনুসরণ করতে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার লোভে সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে দিচ্ছে, যা একেবারেই অনৈতিক।

চলমান খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে মেয়র বলেন, আমরা চকবাজারসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। কিন্তু তারপরও কিছু মানুষ আবারও বসার চেষ্টা করছে। সন্ধ্যার পর তারা দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমরা বারবার উচ্ছেদ করছি, তবে এই দায়িত্ব এলাকাবাসীকেও নিতে হবে। যদি কেউ জোরপূর্বক জায়গা দখল করে বসে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কঠোর শাস্তি দেওয়া হবে। যদি কোনো অসাধু চক্র সশস্ত্র হয়ে প্রতিরোধের চেষ্টা করে, তবে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।

যৌথ সভায় বিভিন্ন প্রতিনিধি আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানান। এর মধ্যে রয়েছে সড়কে অবৈধভাবে বসা হকার উচ্ছেদ করা,পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং এর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা, যাতে ক্রেতা-বিক্রেতার মধ্যে কোনো অনিয়ম না হয়, পণ্যের সাপ্লাই চেইন সঠিকভাবে পরিচালনা করা, যাতে প্রয়োজনীয় পণ্য সময়মতো বাজারে আসে এবং পণ্যের অভাব বা সংকট যাতে না ঘটে, আমদানি পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবস্থা গ্রহণ, যাতে আমদানি পণ্যের দাম বাড়ানো না হয়, রমজান মাসে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, যাতে বাজারের দিকে যাতায়াতে সমস্যা না হয়, পণ্যের ওজন সঠিকভাবে দেওয়া নিশ্চিত করা, যাতে ক্রেতারা ন্যায্য পরিমাণ পণ্য পায়।

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল প্রমুখ।