রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক I) ১২২ (একশত বাইশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১২.২০ (বার দশমিক বিশ) গ্রাম, মুল্য-৩৬৬০০/- (ছত্রিশ হাজার ছয়শত) টাকা, (II) ৬টি স্বচ্ছ পলি জিপার, (III) মাদক বিক্রয়ের বাংলাদেশি টাকার বিভিন্ন মুল্য মানের নোট সর্বমোট ৭০,০০০/- টাকাসহ ০৬ (ছয়) জন মাদক কারবারি আটক। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৭/১০/২০২৫ তারিখ রাত্র নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর সরদারপাড়া সাকিনস্থ দরদী হাউজিং গলিপথের জনৈক শওকত মিয়ার বাড়ীর ভাড়াটিয়া রানার বাসার ভিতর হতে আসামি ১। নাসিম বিল্লাহ @নাসিম (৩৪), পিতা- এনায়েত উল্লাহ, মাতা- মৃত শেখ রাশেদা বেগম, স্থায়ী : গ্রাম- হাজীডাংগী, উপজেলা/থানা- চরভদ্রাশন, জেলা -ফরিদপুর, বাংলাদেশ বর্তমান : গ্রাম- নারায়নগঞ্জ (৭২ নবাব সলিমুল্লা রোড (ভাসমান)) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ ২। মোঃ সাঈদ (২৩), পিতা- মোঃ আব্বাছ উদ্দিন, মাতা- মোসাঃ বিলকিছ বেগম, স্থায়ী : গ্রাম- কালিকাপুড়, উপজেলা/থানা- পটুয়াখালী সদর, জেলা -পটুয়াখালী, বাংলাদেশ বর্তমান : (৮১/এ খানপুর সরদার বাড়ী) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ, আসামী ৩। মো: সাইদুল ইসলাম (২৩) পিতা- মো: আবুল বাশার, মাতা-রিনা বেগম, সাং-ধানুয়াবাজার (মুন্সিবাড়ী) থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-নগর খানপুর (ইকবাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ। আসামী ৪। মো: রাজীব (২৭) পিতা- মৃত ফরিদ পাহলান, মাতা- শাহিনুর বেগম, সাং-ব্রাহ্মণদিয়া (পাহলান বাড়ি), থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-ফিলিংস রোড, রাজ্জাক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া এতিমখানা মাদ্রাসার পাশে, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ। আসামী ৫। মো: সাগর (২৫) পিতা- আক্তার হোসেন, মাতা-রিনা বেগম, সাং-সরদারপাড়া এতিমখানা মজিবর মিয়ার বাড়ীর ভাড়াটি, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ। আসামী ৬। মো: রমজান হোসেন (৩২) পিতা- মো: আলামিন হোসেন, মাতা-মোসা: নাসিমা বেগম, সাং-কালিকাপুর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-খানপুর বৌবাজার নুর মোহাম্মদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, আসামীদের হেফাজত হতে (I) ১২২ (একশত বাইশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১২.২০ (বার দশমিক বিশ) গ্রাম, মুল্য-৩৬৬০০/- (ছত্রিশ হাজার ছয়শত) টাকা, (II) ৬টি স্বচ্ছ পলি জিপার, (III) মাদক বিক্রয়ের বাংলাদেশি টাকার বিভিন্ন মুল্য মানের নোট সর্বমোট ৭০,০০০/- টাকা, (IV) ০২ (দুই)টি মোবাইল সেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় অর্থের যোগান দেয়ায় এবং মাদক বিক্রয় কাজে সহায়তা করায় ০৬ জন এজাহার নামীয় আসামী এবং ২ জন পলাতক আসমীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।