রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
সরাইল তেলিকান্দি পশ্চিম দঃ পাড়া বাইতুস সালাম জামে মসজিদের দুই গ্রুপে মিলাদ কিয়াম নিয়ে হাতাহাতি এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও পুলিশ গ্রেফতার করছে না দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ মাদক ব্যবসায়ী অহিদুল ইসলাম জাফরকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ মাদক ব্যবসায়ী ছয়জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ দৈনিক মানবজমিন প্রত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সদর সুলতানপুর হালকাটা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার আটক ১ জন নারায়ণগঞ্জের ফতুল্লায় আইন উপদেষ্টা ড, আসিফ নজরুল নারায়ণগঞ্জে জমায়েতে ইসলামীর মানববন্ধন

মাদক ব্যবসায়ী ছয়জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ

সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক I) ১২২ (একশত বাইশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১২.২০ (বার দশমিক বিশ) গ্রাম, মুল্য-৩৬৬০০/- (ছত্রিশ হাজার ছয়শত) টাকা, (II) ৬টি স্বচ্ছ পলি জিপার, (III) মাদক বিক্রয়ের বাংলাদেশি টাকার বিভিন্ন মুল্য মানের নোট সর্বমোট ৭০,০০০/- টাকাসহ ০৬ (ছয়) জন মাদক কারবারি আটক। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৭/১০/২০২৫ তারিখ রাত্র নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর সরদারপাড়া সাকিনস্থ দরদী হাউজিং গলিপথের জনৈক শওকত মিয়ার বাড়ীর ভাড়াটিয়া রানার বাসার ভিতর হতে আসামি ১। নাসিম বিল্লাহ @নাসিম (৩৪), পিতা- এনায়েত উল্লাহ, মাতা- মৃত শেখ রাশেদা বেগম, স্থায়ী : গ্রাম- হাজীডাংগী, উপজেলা/থানা- চরভদ্রাশন, জেলা -ফরিদপুর, বাংলাদেশ বর্তমান : গ্রাম- নারায়নগঞ্জ (৭২ নবাব সলিমুল্লা রোড (ভাসমান)) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ ২। মোঃ সাঈদ (২৩), পিতা- মোঃ আব্বাছ উদ্দিন, মাতা- মোসাঃ বিলকিছ বেগম, স্থায়ী : গ্রাম- কালিকাপুড়, উপজেলা/থানা- পটুয়াখালী সদর, জেলা -পটুয়াখালী, বাংলাদেশ বর্তমান : (৮১/এ খানপুর সরদার বাড়ী) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ, আসামী ৩। মো: সাইদুল ইসলাম (২৩) পিতা- মো: আবুল বাশার, মাতা-রিনা বেগম, সাং-ধানুয়াবাজার (মুন্সিবাড়ী) থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-নগর খানপুর (ইকবাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ। আসামী ৪। মো: রাজীব (২৭) পিতা- মৃত ফরিদ পাহলান, মাতা- শাহিনুর বেগম, সাং-ব্রাহ্মণদিয়া (পাহলান বাড়ি), থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-ফিলিংস রোড, রাজ্জাক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া এতিমখানা মাদ্রাসার পাশে, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ। আসামী ৫। মো: সাগর (২৫) পিতা- আক্তার হোসেন, মাতা-রিনা বেগম, সাং-সরদারপাড়া এতিমখানা মজিবর মিয়ার বাড়ীর ভাড়াটি, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ। আসামী ৬। মো: রমজান হোসেন (৩২) পিতা- মো: আলামিন হোসেন, মাতা-মোসা: নাসিমা বেগম, সাং-কালিকাপুর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-খানপুর বৌবাজার নুর মোহাম্মদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, আসামীদের হেফাজত হতে (I) ১২২ (একশত বাইশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১২.২০ (বার দশমিক বিশ) গ্রাম, মুল্য-৩৬৬০০/- (ছত্রিশ হাজার ছয়শত) টাকা, (II) ৬টি স্বচ্ছ পলি জিপার, (III) মাদক বিক্রয়ের বাংলাদেশি টাকার বিভিন্ন মুল্য মানের নোট সর্বমোট ৭০,০০০/- টাকা, (IV) ০২ (দুই)টি মোবাইল সেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় অর্থের যোগান দেয়ায় এবং মাদক বিক্রয় কাজে সহায়তা করায় ০৬ জন এজাহার নামীয় আসামী এবং ২ জন পলাতক আসমীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com