রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ১১০ (একশত দশ) পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার । সদর মডেল থানা পুলিশ ১৬-১০-২০২৫ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন মন্ডল পাড়া মাইক্রো স্ট্যান্ডের পশ্চিম পাশে নতুন জিমখানার উত্তর পাশের কর্নারে লেকপাড়ের পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ অহিদুল ইসলাম @ জাফর (২৬), পিতা- মফছের আকন, মাতা- নাছিমা বেগম, স্থায়ী : (চরপোদ্দা আকন বাড়ী) , উপজেলা/থানা- মুলাদী, জেলা -বরিশাল, বাংলাদেশ বর্তমান : (নিউ জিমখানা কলোনী), উপজেলা/থানা- ১১০ (একশত দশ) পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়