অগ্নিশিখা অনলাইন
- ২৬ সেপ্টেম্বর, ২০২৫ / ৭ জন দেখেছে
ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধি:
মোঃ কামাল পাঠান
২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার। বিকাল ৪টায় কালীকচ্ছ বাজারস্থ আবাবিল হোটেলে মাদকবিরোধী সচেতনতামূলক সংগঠন ‘মুক্তির পথ’-এর প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ কামাল পাঠান সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাংবাদিক আব্দুর রহমান খান ওমর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক।
অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি এবং এর থেকে মুক্তির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করেন। বক্তারা ‘মুক্তির পথ’ সংগঠনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সংবাদকর্মী রফিকুল ইসলাম, সংবাদকর্মী জয়নাল আবেদীন, বিশিষ্ট সালিশ কারক আতিকুর রহমান হেলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব খান, বিশিষ্ট সালিশ কারক আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক, রাঙামাটি থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক শাহাগীর মৃধা, আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা নাজমা বেগম, সাংবাদিক আব্বাস উদ্দিন, রহমত উল্লাহ, মাওলাঃ বাবুল রিজভী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন অত্র সংগঠনের প্রচার সম্পাদক ও সাংবাদিক আল আমিন বক্স। অনুষ্ঠান শেষে মোনাজাত করেন মুফতি জাহিদুল ইসলাম জাবেদ।