সাহাব উদ্দিন বিশেষ প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জ ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১। লুট হওয়া সরঞ্জাম সহ ট্রাক উদ্ধার, নারায়ণগঞ্জের ফতুল্ল থানাধীন পিলকুনীতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ ট্রাক উদ্ধার করা হয়। দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী র্যাব-১১এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, ২১ সেপ্টেম্বর রাতে ফতুল্লা পিলকুনীতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের পরিহিত পোশাকে প্রথমে ৩ ডাকাত প্রবেশ করে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত পা বেধে ফেলে। পরে বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, তামার তার সহ আনুমানিক ৬৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ ট্রাকে নিয়ে লুট করে পালিয়ে যায়। এঘটনায় ফতুল্লা থানায় মামলা হলে র্যাব তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঢাকা এবং নারায়ণগঞ্জ এর বিভিন্ন এলাকায় অভিযান লুণ্ঠিত মালামাল ও ডাকাত দলের সর্দার লিটন’সহ ৯ জনকে গ্রেফতার। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক,খেলনা পিস্তল, চাকু, চাপাতি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সর্দার লিটনের বিরুদ্ধে ৫ টি ডাকাতি মামলা রয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।