মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
তিনি জানান, দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি করে আসছে নয়ন, পিয়াস, আক্তার বাহিনীর সদস্যরা। নদীতে কয়েক দফা গোলাগুলিতে স্থানীয় কয়েকজন তাদের হাতে খুন হন। তাদের ভয়ে এলাকার শতাধিক পরিবার গ্রাম ছাড়া হয়েছিল। গ্রেফতারকৃত আসামী আক্তারের নেতৃত্বে ৪০/৫০ জন ডাকাত সদস্য ৪-৫ টি হাইস্পিডি ট্রলার যোগে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং চর্তুদিক হতে গুলি বর্ষণ করে।
রোববার রাতে কুমিল্লার তিতাস এলাকা আক্তারকে গ্রেফতার করে।
অপরদিকে,সোঁনারগায়ের কাপড় ব্যবসায়ী রাকিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী শুটার মাসুদ অস্ত্রসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে