রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
(ওমর) সিলেট-চট্টগ্রাম প্রতিনিধিঃ-
জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর সাকিনস্থ ৪ নং ওয়ার্ড জনৈক হাবিব ভূইয়ার বসত ঘরের সামনে। সূত্রে জানা যায় রোজ শনিবার ৯ই আগষ্ট ২০২৫খ্রি. তারিখে ২.৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/শহীদুল ইসলাম,অফিসার ইনচার্জ, বিজয়নগর থানা’র নেতৃত্বে এসআই/মাহবুব আলম সরকার, এএসআই(নিরস্ত্র)/শাহাদাত হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল হইতে ধৃত আসামী (১)মোঃ আরমান মিয়া (২১), পিতা-মোঃ মাসুম মিয়া, মাতা-রিনা বেগম, সাং-কালাছড়া, ইউপি-বিষ্ণুপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’র দখল ও হেফাজত হইতে ১৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটর সাইকেল উদ্ধার করে । উক্ত আলামত বিধি মোতাবেক তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীকে উক্ত আলামত সহ গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদে তাহার সহযোগী পলাতক আসামী- (২) মাসুম মিয়া (২৪), পিতা-শাহ আলম, মোঃ ইয়াসিন (৩০), পিতা-শাহ আলম, উভয় সাং-পশ্চিম কালাছড়া, (৩) মোঃ আরিফ (২৪), পিতা-মোঃ সেলিম মিয়া, (৪)মোঃ হাবিব ভূইয়া (২৮), পিতা- হাজী বিলাত আলী ভূইয়া, উভয় সাং-দুলাল পুর, সর্ব থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নাম ঠিকানা প্রকাশ করে। এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ প্রতিনিধি কে জানান,বিজয়নগর থানা এলাকা মাদক সেবন বন্ধে,মাদক কারবারী বন্ধে,অন্য এলাকা হইতে যাহাতে বিজয়নগর থানা এলাকা থেকে মাদক নিয়ে যাওয়া বন্ধে এর অংশ এই অভিযান। বিজয়নগর থানার ,এফআইআর নং-২২, তারিখ- ০৯ আগস্ট, ২০২৫; জি আর নং-৩২০, তারিখ- ০৯ আগস্ট, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা দায়ের করা হয়।ধৃত আসামী, পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অত্র থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আসামি বিজ্ঞ আদালতের মাধ্যমে কোট হাজতে সপোর্দ করা হয়েছে। বিজয়নগর থানা এলাকা আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। দায়িত্ব পালনে আমরা সচেষ্ট আছি।