সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জে ফতুল্লা থানাধীন জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। সকালে ফতুল্লা হাজিগঞ্জ এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। পরে একে একে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা ও মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।