Dhaka 4:43 am, Monday, 24 November 2025

2 of 4,461 কাশিমপুর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তদন্তে পুলিশ, আস্থাহীনতার আতঙ্কে ভুক্তভোগী পরিবার

  • Reporter Name
  • Update Time : 05:49:56 pm, Saturday, 26 July 2025
  • 92 Time View

{"capture_mode":"AutoModule","faces":[]}

বিপ্লব হোসেন (ফারুক):
গাজীপুর কাশিমপুর থানাধীন ৪ নং ওয়ার্ডের বশির উদ্দিন মার্কেট এলাকায় আলম মিয়ার বাড়িতে রাত সারে ৩ টায় এ ডাকাতির ঘটনা ঘটে। আলম মিয়ার পরিবারের লোকজন জানান সহস্র ডাকাত দলটি আলম মিয়ার বাড়ির লোহার তৈরি মূল ফটক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় লোহার গেইট ঘরের দরজা ভাঙ্গার শব্দে আতঙ্কিত অবস্হায় আলম মিয়া জানের নিরাপত্তার কথা ভেবে আরেকটি কক্ষে আশ্রয় নেয়। ডাকাতরা ঘরে আলমারি ও ওয়্যারড্রব থেকে ৩ ভরি স্বর্ণালংকার, আনুমানিক নগদ ৪ লাখ টাকা ও মূল্যবান জিনিস পত্র,দলিল দস্তাবেজ নিয়ে যায়।এক পর্যায়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে ডিভিআর বক্স খুলে নেয়, সহস্র ডাকাত দলের একজন আলমের নাম করে ডাকাডাকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা কালে একজনের গলার কণ্ঠস্বর আচ্ করতে পেরেছেন বলে আলমের স্ত্রী জানিয়েছেন। কিন্তু আলমের স্ত্রী পরিবারের জান মালের নিরাপত্তার কথা ভেবে তার নাম মুখে আনতে সাহস পাচ্ছে না। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এমন দুর্ধর্ষ  ডাকাতির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত বাদী পক্ষের বক্তব্য হতে যতটুকু জানা যায় ডাকাতির ঘটনাটি পূর্ব পরিকল্পিত তাদের বক্তব্য হচ্ছে ডাকাত এসেছে অর্থখড়ি লোট  করার জন্য কিন্তু স্টিলের  আলমারি ভেঙ্গে জমির দলিল নিয়ে যাওয়ায় তাদের মনে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। উল্লেখিত থানাধীন বিগত ও বর্তমান সময়ে ভূমি জবরদখল চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক প্রকাশ্যে মাথা ছাড়া দিয়ে উঠলেও কাশিমপুর থানা পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো যথেষ্ট নয়, যে কারণে পুলিশের এমন নিষ্ক্রিয়তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চলছে নানান গুঞ্জন ও তীব্র অসন্তোষ। উল্লেখিত থানা এলাকায় বসবাসরত সাধারন মানুষ জানিয়েছেন অপরাধীদের বিরুদ্ধে মুখ খুললে উল্টো সাধারন মানুষজন মিথ্যা মামলা হামলার ভোগান্তিতে শিকার হচ্ছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

জনপ্রিয় পোস্ট

হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

2 of 4,461 কাশিমপুর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তদন্তে পুলিশ, আস্থাহীনতার আতঙ্কে ভুক্তভোগী পরিবার

Update Time : 05:49:56 pm, Saturday, 26 July 2025
বিপ্লব হোসেন (ফারুক):
গাজীপুর কাশিমপুর থানাধীন ৪ নং ওয়ার্ডের বশির উদ্দিন মার্কেট এলাকায় আলম মিয়ার বাড়িতে রাত সারে ৩ টায় এ ডাকাতির ঘটনা ঘটে। আলম মিয়ার পরিবারের লোকজন জানান সহস্র ডাকাত দলটি আলম মিয়ার বাড়ির লোহার তৈরি মূল ফটক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় লোহার গেইট ঘরের দরজা ভাঙ্গার শব্দে আতঙ্কিত অবস্হায় আলম মিয়া জানের নিরাপত্তার কথা ভেবে আরেকটি কক্ষে আশ্রয় নেয়। ডাকাতরা ঘরে আলমারি ও ওয়্যারড্রব থেকে ৩ ভরি স্বর্ণালংকার, আনুমানিক নগদ ৪ লাখ টাকা ও মূল্যবান জিনিস পত্র,দলিল দস্তাবেজ নিয়ে যায়।এক পর্যায়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে ডিভিআর বক্স খুলে নেয়, সহস্র ডাকাত দলের একজন আলমের নাম করে ডাকাডাকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা কালে একজনের গলার কণ্ঠস্বর আচ্ করতে পেরেছেন বলে আলমের স্ত্রী জানিয়েছেন। কিন্তু আলমের স্ত্রী পরিবারের জান মালের নিরাপত্তার কথা ভেবে তার নাম মুখে আনতে সাহস পাচ্ছে না। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এমন দুর্ধর্ষ  ডাকাতির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত বাদী পক্ষের বক্তব্য হতে যতটুকু জানা যায় ডাকাতির ঘটনাটি পূর্ব পরিকল্পিত তাদের বক্তব্য হচ্ছে ডাকাত এসেছে অর্থখড়ি লোট  করার জন্য কিন্তু স্টিলের  আলমারি ভেঙ্গে জমির দলিল নিয়ে যাওয়ায় তাদের মনে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। উল্লেখিত থানাধীন বিগত ও বর্তমান সময়ে ভূমি জবরদখল চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক প্রকাশ্যে মাথা ছাড়া দিয়ে উঠলেও কাশিমপুর থানা পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো যথেষ্ট নয়, যে কারণে পুলিশের এমন নিষ্ক্রিয়তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চলছে নানান গুঞ্জন ও তীব্র অসন্তোষ। উল্লেখিত থানা এলাকায় বসবাসরত সাধারন মানুষ জানিয়েছেন অপরাধীদের বিরুদ্ধে মুখ খুললে উল্টো সাধারন মানুষজন মিথ্যা মামলা হামলার ভোগান্তিতে শিকার হচ্ছেন।