মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

সর্বশেষ :
   নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠিত মানুষকে হয়রানি মিথ্যা মামলা সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা ও এই শহীদ থেকে রেহাই পাইনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার  সরাইলের বিএনপির মানবতার নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিপন, সরাইলের বিদ্যুৎ নিয়ে শোনালেন আশার বাণী বিগত সরকারের আমলে ডিআইজি হাবিব এর সহযোগী এই শহীদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে  জশনে জুলুস র‍্যালী বের হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫ নারাায়ণগঞ্জের রূপগঞ্জে বাবু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন

মামলার বাদির স্বাক্ষর জাল করিয়া কোটে ফাইনাল চার্জ সিট দাখিল ময়মনসিংহ ফুলপুর থানার এস আই সানাউল হকের বিরুদ্ধে অভিযোগ

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ

সংক্ষিপ্ত বিবরণী সূত্র ফুলপুর থানা মামলার নম্বর ০৯


তারিখ ৩১/৮/২০২৪ ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭ প্যানেল কোড বাদী মোছা: লিপি আক্তার স্বামী: মো: আব্দুর রহিম সাং : ঘোমগাওঁ উপজেলা: ফুলপুর জেলা: ময়মনসিংহ উনি বাদী হয়ে ফুলপুর থানায় মামলাটি করেন মামলার তদন্ত ভার এসআই জিয়াউর রহমান তদন্ত অর্পন করেন। আসামী ১/ আরিফ মিয়া (২৫) পিতা: সালাউদ্দিন(৫৫) ২/ সালাউদ্দিন (৫৫) পিতা: মৃত আব্দুল মালেক ৩/রুনা আক্তার (৪৫) স্বামী: সালাউদ্দিন সর্ব স্হায়ী গ্রাম কুতুবা কাশীগন্জ উপজেলা /থানা : বোরহান উদ্দিন জেলা : ভোলা ৪/বাবু মিয়া (৩৫) ৫/ফারুক মিয়া(২৫) উভয় পিতা সাইদুর রহমান গ্রাম : চাপাই মহেশপুর উপজেলা/থানা চাঁপাইনবাবগঞ্জ ৬/শামীম মিয়া(৩৫) পিতা : বাবুল কাজী গ্রাম: চানপাড়াঁ উপজেলা/থানা : শ্রীপুর, জেলা: গাজীপুর ৭/ খেদমত আলী(৪৫) ৮/মারফত আলী (৩০) উভয় পিতা মৃত ইজ্জত আলী, গ্রাম : ঘোমগাওঁ থানা : ফুলপুর উপরোক্ত লোকদেরকে আসামী করে মামলাটি করেন। তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান বদলিজনিত কারনে মামলাটির তদন্তভার ফুলপুর থানার এসআই মো সানাউল হক, ভিপি নম্বর ৮৫১৩১৫৪১৭৩ সাব ইন্সপেক্টর নিরস্ত্রকে অর্পন করেন।

কিন্তু আসামীদের সাথে যোগসাজসে বড় অংকের টাকা নিয়ে মামলার বাদীনীর মোছা লিপি আক্তারের সাথে তালবাহানা করিতে থাকে বাদীনির বাড়িতে কোনোসময় মামলাটি সুষ্টভাবে তদন্ত করেনাই আসামী পরস্পর তার বাসায় যাওয়া আসা করিত এবং আসামী রুনা আক্তার, আরিফ মিয়া,সালাউদ্দীন, তার ঘনিষ্ঠ আত্মীয় সুবাদে মামলাটি ফাইনাল রিপোর্ট দেয় বাদীনির সাক্ষীর কলামে মামলার তদন্তের ফলাফল ছকফরমে এসআই সানাউল হক বাদীর সাক্ষর নিজেই জাল করেন। করিয়া কোর্টে প্রেরন করেন এবং বাদীনি ২৪-৭-২০২৫ তার ফোনে ফোন করিলে এসআই সানাউল বাদীনিকে আরো হুমকি প্রদর্শন করে ভয়ভীতি দেখায়, যে এ মামলা নিয়ে উচ্চ লেভেলের কারো কাছে গেলে বাদীকে দেখে নিবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com