Dhaka 4:45 am, Monday, 24 November 2025

মামলার বাদির স্বাক্ষর জাল করিয়া কোটে ফাইনাল চার্জ সিট দাখিল ময়মনসিংহ ফুলপুর থানার এস আই সানাউল হকের বিরুদ্ধে অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 03:37:21 pm, Friday, 25 July 2025
  • 115 Time View

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ

সংক্ষিপ্ত বিবরণী সূত্র ফুলপুর থানা মামলার নম্বর ০৯


তারিখ ৩১/৮/২০২৪ ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭ প্যানেল কোড বাদী মোছা: লিপি আক্তার স্বামী: মো: আব্দুর রহিম সাং : ঘোমগাওঁ উপজেলা: ফুলপুর জেলা: ময়মনসিংহ উনি বাদী হয়ে ফুলপুর থানায় মামলাটি করেন মামলার তদন্ত ভার এসআই জিয়াউর রহমান তদন্ত অর্পন করেন। আসামী ১/ আরিফ মিয়া (২৫) পিতা: সালাউদ্দিন(৫৫) ২/ সালাউদ্দিন (৫৫) পিতা: মৃত আব্দুল মালেক ৩/রুনা আক্তার (৪৫) স্বামী: সালাউদ্দিন সর্ব স্হায়ী গ্রাম কুতুবা কাশীগন্জ উপজেলা /থানা : বোরহান উদ্দিন জেলা : ভোলা ৪/বাবু মিয়া (৩৫) ৫/ফারুক মিয়া(২৫) উভয় পিতা সাইদুর রহমান গ্রাম : চাপাই মহেশপুর উপজেলা/থানা চাঁপাইনবাবগঞ্জ ৬/শামীম মিয়া(৩৫) পিতা : বাবুল কাজী গ্রাম: চানপাড়াঁ উপজেলা/থানা : শ্রীপুর, জেলা: গাজীপুর ৭/ খেদমত আলী(৪৫) ৮/মারফত আলী (৩০) উভয় পিতা মৃত ইজ্জত আলী, গ্রাম : ঘোমগাওঁ থানা : ফুলপুর উপরোক্ত লোকদেরকে আসামী করে মামলাটি করেন। তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান বদলিজনিত কারনে মামলাটির তদন্তভার ফুলপুর থানার এসআই মো সানাউল হক, ভিপি নম্বর ৮৫১৩১৫৪১৭৩ সাব ইন্সপেক্টর নিরস্ত্রকে অর্পন করেন।

কিন্তু আসামীদের সাথে যোগসাজসে বড় অংকের টাকা নিয়ে মামলার বাদীনীর মোছা লিপি আক্তারের সাথে তালবাহানা করিতে থাকে বাদীনির বাড়িতে কোনোসময় মামলাটি সুষ্টভাবে তদন্ত করেনাই আসামী পরস্পর তার বাসায় যাওয়া আসা করিত এবং আসামী রুনা আক্তার, আরিফ মিয়া,সালাউদ্দীন, তার ঘনিষ্ঠ আত্মীয় সুবাদে মামলাটি ফাইনাল রিপোর্ট দেয় বাদীনির সাক্ষীর কলামে মামলার তদন্তের ফলাফল ছকফরমে এসআই সানাউল হক বাদীর সাক্ষর নিজেই জাল করেন। করিয়া কোর্টে প্রেরন করেন এবং বাদীনি ২৪-৭-২০২৫ তার ফোনে ফোন করিলে এসআই সানাউল বাদীনিকে আরো হুমকি প্রদর্শন করে ভয়ভীতি দেখায়, যে এ মামলা নিয়ে উচ্চ লেভেলের কারো কাছে গেলে বাদীকে দেখে নিবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

জনপ্রিয় পোস্ট

হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

মামলার বাদির স্বাক্ষর জাল করিয়া কোটে ফাইনাল চার্জ সিট দাখিল ময়মনসিংহ ফুলপুর থানার এস আই সানাউল হকের বিরুদ্ধে অভিযোগ

Update Time : 03:37:21 pm, Friday, 25 July 2025

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ

সংক্ষিপ্ত বিবরণী সূত্র ফুলপুর থানা মামলার নম্বর ০৯


তারিখ ৩১/৮/২০২৪ ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭ প্যানেল কোড বাদী মোছা: লিপি আক্তার স্বামী: মো: আব্দুর রহিম সাং : ঘোমগাওঁ উপজেলা: ফুলপুর জেলা: ময়মনসিংহ উনি বাদী হয়ে ফুলপুর থানায় মামলাটি করেন মামলার তদন্ত ভার এসআই জিয়াউর রহমান তদন্ত অর্পন করেন। আসামী ১/ আরিফ মিয়া (২৫) পিতা: সালাউদ্দিন(৫৫) ২/ সালাউদ্দিন (৫৫) পিতা: মৃত আব্দুল মালেক ৩/রুনা আক্তার (৪৫) স্বামী: সালাউদ্দিন সর্ব স্হায়ী গ্রাম কুতুবা কাশীগন্জ উপজেলা /থানা : বোরহান উদ্দিন জেলা : ভোলা ৪/বাবু মিয়া (৩৫) ৫/ফারুক মিয়া(২৫) উভয় পিতা সাইদুর রহমান গ্রাম : চাপাই মহেশপুর উপজেলা/থানা চাঁপাইনবাবগঞ্জ ৬/শামীম মিয়া(৩৫) পিতা : বাবুল কাজী গ্রাম: চানপাড়াঁ উপজেলা/থানা : শ্রীপুর, জেলা: গাজীপুর ৭/ খেদমত আলী(৪৫) ৮/মারফত আলী (৩০) উভয় পিতা মৃত ইজ্জত আলী, গ্রাম : ঘোমগাওঁ থানা : ফুলপুর উপরোক্ত লোকদেরকে আসামী করে মামলাটি করেন। তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান বদলিজনিত কারনে মামলাটির তদন্তভার ফুলপুর থানার এসআই মো সানাউল হক, ভিপি নম্বর ৮৫১৩১৫৪১৭৩ সাব ইন্সপেক্টর নিরস্ত্রকে অর্পন করেন।

কিন্তু আসামীদের সাথে যোগসাজসে বড় অংকের টাকা নিয়ে মামলার বাদীনীর মোছা লিপি আক্তারের সাথে তালবাহানা করিতে থাকে বাদীনির বাড়িতে কোনোসময় মামলাটি সুষ্টভাবে তদন্ত করেনাই আসামী পরস্পর তার বাসায় যাওয়া আসা করিত এবং আসামী রুনা আক্তার, আরিফ মিয়া,সালাউদ্দীন, তার ঘনিষ্ঠ আত্মীয় সুবাদে মামলাটি ফাইনাল রিপোর্ট দেয় বাদীনির সাক্ষীর কলামে মামলার তদন্তের ফলাফল ছকফরমে এসআই সানাউল হক বাদীর সাক্ষর নিজেই জাল করেন। করিয়া কোর্টে প্রেরন করেন এবং বাদীনি ২৪-৭-২০২৫ তার ফোনে ফোন করিলে এসআই সানাউল বাদীনিকে আরো হুমকি প্রদর্শন করে ভয়ভীতি দেখায়, যে এ মামলা নিয়ে উচ্চ লেভেলের কারো কাছে গেলে বাদীকে দেখে নিবে।