সোমবার, ২১ Jul ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা: মোঃ কামাল পাঠান
ব্রাহ্মণবাড়িয়া সরাইল চাঁমনিপাড়া সৌদি প্রবাসী জনাব জসীমউদ্দীন মিয়ার বাড়িতে গত ৯ জুলাই গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঘরের স্টিলের আলমারীতে থাকা নগদ অর্থ স্বর্ণালংকার সহ প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকার মালামাল চোরেরা নিয়ে যাই। ওই রাত্রে বাড়িতে কেউ ছিলনা বলে স্থানীয় সূত্রে জানা যায়। প্রবাসী জসিম মিয়া বলেন গত ৯ তারিখ ঘরের চাবি আমার বোনের কাছে দিয়ে আমি শ্বশুর বাড়ি ভাদুঘর চলে যাই এবং পরের দিন বিকাল বেলা এসে দেখি আমার ঘরের পিছনের দরজা ভাঙ্গা এবং ঘরের মালামাল সবকিছু চোরেরা নিয়ে গেছে।
এরপর আমার শোর চিৎকার স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে আসে এবং দেখতে পাই আমার বিদেশ থেকে আনা নগদ অর্থ স্বর্ণালংকার প্রায় চোদ্দ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনা সূত্রপাত ধরে স্থানীয় এলাকাবাসী চেয়ারম্যান মেম্বারগণ সহ তদন্ত করে চোরকে শনাক্ত করে এবং লিখিত দেই। এরপর আমার মালামাল ফিরত দিবে এই মর্মে চোরের মা ও চাচা জামাল মিয়া তিন দিনের সময় নেই কিন্তু আমি এখনো কোনো মালামাল ফেরত পাইনি। তাই আমি আমার মালামাল ফেরত পাওয়ার জন্য সরাইল থানায় মামলা করি।
এ বিষয়ে জামাল মিয়াকে মুঠু ফোনে জিজ্ঞাসা করলে সে জানাই আমি কোন চোরের পক্ষে নাই দশের সাথে আছি মামলা হয়েছে এটা পুলিশ বুঝবে। উক্ত বিষয়ে মামলার আয়ু নূরনবী বলেন অভিযোগ পেয়ে সায়েম ১ নং আসামী কে আটক করেছি এবং আদালতের মাধ্যমে রিমান্ড চেয়েছি, আশা করি বাকি আসামীদের ধরতে সক্ষম হব।