শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে।(১৭ জুলাই) রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃতরামাদক ব্যবসায়ী।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা দেবীদ্বার থানার ফতেহাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. সোলেমান। সে বর্তমানে নারায়ণগঞ্জ সদর মডেল থানার নগর খানপুর এলাকায় ফারুকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অপরজন,কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর এলাকাল শরিফ সরকারের ছেলে মো. জোবায়ের সরকার ।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন হাজিগঞ্জ কিল্লারপুল এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর পুলিশ দেখে পালানোর চেষ্টা করে একটি পিকআপ ভ্যান। এ সময় পুলিশ ধাওয়া করে মো. সোলেমান ও মো. জোবায়ের সরকার নামের দুইজনকে আটক করে পুলিশ ।
আটকের পর পিকআপ ভ্যানটি তল্লাশি করে পাঁচটি প্যাকেটে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের অভিযান চলাকালে গাড়িতে থাকা আরও দুইজন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত পিকআপ ও উদ্ধারকৃত মাদক গাঁজা জব্দ তালিকা মূলে নথিভুক্ত করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৭/০৭/২০২৫ একটি মামলা রুজু করা হয়েছে মামলা নং-১৩, । অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।