বুধবার, ১৬ Jul ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ কামাল পাঠান
কাভার্ডভ্যান আটকে রেখে ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রত্যাহারের বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠে।
প্রত্যাহার পুলিশ সদস্যরা হলেন, ওসি মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল, মো. জহির মিয়া সোমবার (১৪ জুলাই) তাদের থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন মহাসড়কে কর্তব্যরত টহল পুলিশের সদস্যরা। পরে তাঁরা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেন।
আরো জানা যায় যে সিএনজি অটোরিকশা হাইওয়ে রাস্তায় চলাচল অবৈধ হলেও এখানেও রয়েছে গোপন বাণিজ্য।
এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়। এরপর সোমবার ওই থানার ওসিসহ ছয়জনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় দায়িত্বে থাকা এসআই মো. সজীব মিয়া বলেন, একটা অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। সোমবার থেকে আমি দায়িত্ব পালন করছি।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ওসিসহ ছয়জনকে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
একজন অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের বিষয়ে তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদনে অপরাধের মাত্রা অনুসারে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।