মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
র্যাব-১০ সহযোগিতায় ছিল নারায়ণগঞ্জ র্যাব-১১ এর একটি ইউনিট। (১৪ জুলাই) দিবাগত মধ্যরাতে নান্নুকে গ্রেফতার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, র্যাব-১০ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আমরা তাদের সহযোগিতা করি। এ বিষয়ে বিস্তারিত র্যাব-১০ থেকে জানানো হবে।
সারাদেশে তোলপাড় করা ওই ঘটনার বিষয়ে জানা যায়, নান্নু ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন।
(৬ জুলাই) ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং সিমেন্টের ব্লক দিয়ে থেতলে হত্যা করে কয়েকজন সন্ত্রাসীরা। এমন ঘটনার ভিডিও প্রকাশ পেলে পরের দিন সারাদেশে নিন্দার ঝড় উঠলে নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫-২০ জনকে। এই নান্নু কে গ্রেফতারের মধ্য দিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।