রবিবার, ১৩ Jul ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন ও সুন্দর  গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান অধিকাংশ রাজনৈতিক দল বলছে, নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: নুর বেদখল হওয়া জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, নদভীর পিএস গ্রেপ্তার সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন ও সুন্দর  গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান

বিশেষ প্রতিবেদকঃ
পরিছন্ন ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ার প্রত্যায়ে নারায়ণগঞ্জবাসীর প্রতি আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও সাবেক সাংসদ মুহাম্মাদ গিয়াস উদ্দিনের সহকারী একান্ত সচিব গোলাম মুহাম্মাদ সাদরিল। নারায়ণগঞ্জবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সাদরিল বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একজন সাবেক কাউন্সিলর হিসেবে, আপনাদের এই প্রিয় শহরের প্রতি আমার ভালোবাসা এবং উদ্বেগ চিরন্তন। আমি সবসময় আমাদের সমাজের বিভিন্ন অনিয়ম নিয়ে চিন্তিত থাকি, যা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। আমরা প্রায়শই দেখি যে, মানুষ চকলেট, বিস্কুট এবং অন্যান্য খাবারের প্যাকেট রাস্তায় ফেলে যাচ্ছে। বাড়ির আবর্জনা ড্রেনে ফেলে ড্রেন জ্যাম করে ফেলছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই নোংরা পানি রাস্তায় উঠে আসে। এছাড়াও, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে আমাদের পরিবেশকে অপরিষ্কার করে তোলা হচ্ছে। এই অভ্যাসগুলো আমাদের নগরীর সৌন্দর্য নষ্ট করছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। আসুন, আমরা সকলে মিলে এই সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ.. ময়লা-আবর্জনা, প্যাকেট ইত্যাদি জিনিস নির্দিষ্ট স্থানে ফেলুন। প্রতিটি এলাকায় সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ডাস্টবিন রয়েছে। সেগুলোতে ময়লা ফেলে আমাদের শহরকে পরিষ্কার রাখতে সাহায্য করুন। আপনার বাড়ির আঙ্গিনা এবং আশেপাশের রাস্তাঘাট নিজ দায়িত্বে পরিষ্কার রাখুন। আপনার ছোট একটি উদ্যোগ আমাদের সকলের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারে। ড্রেনে ময়লা ফেলা থেকে বিরত থাকুন। ড্রেন পরিষ্কার থাকলে বৃষ্টির পানি সহজেই নিষ্কাশিত হবে এবং জলাবদ্ধতা সৃষ্টি হবে না। মনে রাখবেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার দায়িত্ব আমাদের সকলের। আপনার সামান্য সচেতনতা এবং সহযোগিতা আমাদের শহরকে আরও বাসযোগ্য এবং স্বাস্থ্যকর করে তুলবে। চলুন, আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলি। এছাড়াও সাদরিল বলেন, আমি সব সময় নারীর অধিকার রক্ষা এবং নারী নির্যাতন প্রতিরোধে অগ্রনী ভুমিকা পালন করার চেষ্টা করেছি। আমার শ্রদ্ধেয় বাবা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ মুহাম্মাদ গিয়াস উদ্দিনের আদর্শ ও নৈতিকতা আমাকে পথ দেখিয়েছে। আমি বিশ্বাষ করি সুষ্ঠ ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীর ভুমিকা অপরিহার্য। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে ইভটিজিং,নারীর নির্যাতন নারীদের অধিকার হরনের মতো অপরাধ এখনো বিদ্যামান । নারীর অধিকার কোনো স্লোগান নয় এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্য প্রতিটি নারী যেন সম্মান নিরাপত্তা ও তার ন্যায্য অধিকার পায় এটাই হোক আমাদের অঙ্গীকার ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com