শনিবার, ১২ Jul ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় হোসিয়ারি কারখানার কিশোরীকে ডেকে বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ভাইরাল করার হুমকি। এ ঘটনায় ধর্ষকসহ ৪ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানার পুলিশ। এ সময় ধর্ষকের কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইলটি উদ্ধার করা হয়। (৯ জুলাই) রাতে ফতুল্লার পূর্ব শিহাচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার শিহাচর লালখা এলাকার ফরিদ মিয়ার ছেলে বাড়ির ভাড়াটিয়া, পূর্ব শিহাচর এলাকার আবুল হাশেমের বাড়ির ভাড়াটিয়া রুবেল তালুকদারের ছেলে, একই এলাকার ওসমান গনির ছেলে ও রামারবাগ এলাকার সাগর দাসের ছেলে । গ্রেফতারকৃতরা প্রত্যেকেই ফতুল্লার শিহাচর এলাকার অস্থায়ী বাসিন্দা। নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ১৫ মে বিকালে কাজ শেষে বাসায় ফেরার পথে পূর্ব পরিচিত মুন্না ওই কিশোরীকে (১৬) ডেকে তার বন্ধু শ্রাবণের বাসায় নিয়ে যায়। সেখানে জোর করে কিশোরীকে ধর্ষণ করে মুন্না। এ সময় কৌশলে সেই ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে শ্রাবণ। এরপর অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে মুন্না। এতে ওই কিশোরী ভয়ে কিছু টাকা দেন তাদের। সেই টাকা নিয়ে কয়েক দিন পর আবারো টাকা দাবি করে। তখন বিষয়টি কিশোরী তার পরিবারে অভিভাবকদের জানালে তারা থানায় অভিযোগ করেন। এ ঘটনায় ধর্ষকসহ ৫ জন জড়িত রয়েছে। তাদের মধ্যে ১ জন পলাতক রয়েছে; তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।