শনিবার, ০৫ Jul ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
অনুসন্ধানী প্রতিবেদক
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পশ্চিম কাকৈরে, ৬নং ওয়ার্ড, ইউপি- শিরুয়াইল, থানা: শিবচর, জেলা: মাদারীপুরে এই ঘটনা ঘটে। গত ৩/৭/২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৬,৩০ ঘটিকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসীর বাবা, মোঃ ফয়জল মোল্লা অনুসন্ধানী প্রতিবেদক→ কে বলে, জোরপূর্বক সাদা পোশাকে ১০/১২ জন আমার বাড়িতে আসে। তাঁরা নিজেদের পরিচয় দেয় আমরা মাদারীপুর এসপি অফিস থেকে এসেছি।তারা বলে আপনার বিরুদ্ধে একটি অভিযোগ আছে। আপনি ফয়জল মোল্লা ও আপনার স্ত্রীসহ, আজগর মোল্লা (৩৫), পিতা: মৃত: ইসকান মোল্লার বাড়িতে গরু ছাগলের ঘর বানিয়েছেন। তখন আমি বলি, আমার প্রবাসী ছেলেদের ঘামে ভেজা রক্ত পানি করা টাকা পয়সা দিয়া কিনেছি। সাব-কবলা দলিল নং-২৫০৩/২০২৩ মূলে নিম্ন তফসিল বর্ণিত আমার বাড়ীর ক্রয়কৃত সম্পত্তি। মাদারীপুর জেলার শিবচর থানাধীন ৩৯ নং পশ্চিম কাকৈর মৌজার, বিআরএস ১৬৮ নং খতিয়ানের, ১১৬৩ ও ১১৬৪ নং দাগের মোট ২৬ শতাংশ যাহার এসএ ২২৪ নং খতিয়ানের, ৫৭৪ বসত বাড়ীর টাকা দিয়ে কেনা সম্পত্তি। আমার কথা শুনে, সাদা পোশাকে পুলিশ বলে, আজগর মোল্লার দাদা এবং বাবার কালিন সম্পত্তি। তখন আমি বলি, আপনারা আজগর মোল্লার বাবা এবং দাদার নামে কি কাগজ দলিল পত্র আছে দেখান। তখন তাঁরা আমাকে ধমকা ধমকি করে বলে তুলে নিয়ে যাবে বেশি বুঝলে। এক পর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা চলে আসে আমার বাড়িতে। আমার ছোট ছেলে অলিল মোল্লা বাড়িতে এসে দেখে এ-তো লোকজন। সাদা পোশাকে থাকা পুলিশ কে জিজ্ঞাসা করে আপনারা কোন থানা থেকে এসেছেন। আমার বাবা মায়ের নামে কি অভিযোগ দেখান। তখন সাদা পোশাকে থাকা সব পুলিশ সদস্যরা, আমার ছেলে এবং আমার স্ত্রীসহ তুলে নিয়ে যাবে এসপি অফিসে হুমকি দেয়। আমার বাড়ীর ক্রয়কৃত সম্পত্তি ছাড়িয়া দেওয়ার জন্য বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি দামকি দিয়া আসিয়াছে আজগর মোল্লার বড় বোন জামাই, মোঃ আব্দুল শরিফ, সহ ১০/১২ জন সাদা পোশাকে পুলিশ সদস্যরা। আমার কেনা সম্পত্তিতে ভেকু দিয়া মাটি কাটিয়া উঠানের মাঝখানে বাথরুম বানাইবে এসপি সাহেবের অনুমতি নিয়া। আমার ঘরবাড়ি ভাংচুর করিয়া আমাকে উক্ত জমি হইতে চিরতরে উচ্ছেদ করিয়া দিবে বলে সাদা পোশাকে পুলিশ সদস্যরা। অনুসন্ধানী প্রতিবেদক কে আরো বলে, উক্ত ঘটনার সাক্ষী হিসাবে আমার বাড়িতে সিসিটিভি ভিডিও ফুটেজ আছে। উক্ত বিষয়ে আমাদের এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের জানাইলে তাহারা আমাকে আইনের আশ্রয় নিতে বলে এবং সাংবাদিকদের জানাইতে বলে।