Dhaka 4:25 am, Monday, 24 November 2025

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী ফজল বেপরোয়া গ্রেপ্তারের দাবী এলাকাবাসীর

  • Reporter Name
  • Update Time : 05:08:08 pm, Wednesday, 2 July 2025
  • 112 Time View
বিশেষ প্রতিবেদকঃ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী এবং মামলার অন্যতম আসামী গডফাদার শামীম ওসমানের আস্থাভাজন এখনও পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশের চোখে তিনি যেন অধরা। সিদ্ধিরগঞ্জ থানায় গত বছরে রেজাউল করিম মিরাজের দায়ের করা মামলার ৫ (৬/৯/২৪ইং) আসামী এখনও পর্যন্ত গ্রেফতার না হওয়ায় ক্ষুদ্ধ স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা যায়, সদর উপজেলা নয়ামাটি লামাপাড়া এলাকার অন্যতম ত্রাস আবদুর রশিদ মিথুন এবং মোফাজ্জল হোসেন চুন্নুর ওস্তাদ হিসেবে পরিচিত অসন আলীর ছেলে ফেন্সি ফজল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার হত্যা মামলার এজাহার নামীয় ১১নং আসামী হয়েও এখনও বহাল তবিয়তে রয়েছে স্থানীয় কতিপয় বিএনপির নামধারী নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে।
বিগত স্বৈরাচারী শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে চুন্নু-মিথুনদের সাথে ফেন্সি ফজল ছিলেন আরো বেপরোয়া। চাদাঁবাজি-মাদক-সন্ত্রাস এবং ভুমিদস্যুতা সবকিছুতেই এ ফেন্সি ফজলের ভুমিকা ছিলো অন্যতম। নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের যেকোন মিছিল-মিটিংয়ে ভয়ংকর এ অপরাধী দলবল নিয়েই সভাস্থলে যোগ দিতেন নেতাকর্মীদের বহর নিয়ে। গত বছর জুলাই-আগষ্টের আন্দোলনে জালকুড়ি এলাকায় শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমানের সাথে চুন্নু-মিথুনও ফেন্সি ফজলরা প্রকাশ্যেই অস্ত্র উচিয়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হতাহতের ঘটনার জন্ম দেন।
স্থানীয়রা জানান,২০১৮ সালে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে তুমি-আমি-ডামি ভোটের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে গডফাদার শামীম ওসমানকে জয়লাভের জন্য লামাপাড়া এলাকার প্রতিটি ভোট কেন্দ্রই এ ফেন্সি ফজলের নেতৃত্বে দখল করে জালভোট প্রদান করতে সহায়তা করেন।
তারা আক্ষেপ করে বলেন, প্রায় একবছর হয়ে গেলো যে জুলাইয়ের ঘটনায় মামলার আসামী হয়েছে ফেন্সি ফজল। অথচ সেই মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া তো দুরের কথা প্রকাশেই বুক ফুলিয়ে বীরদর্পে এলাকাতে চলাচল করছেন। আবার এও বলে বেড়াচ্ছেন যে,আমাদেরকে গ্রেফতার করতে হলে বুকের পাটা অনেক বড় হওয়া লাগবে। এখনও ইউরোটেক্সের সামনে বসে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকারের মাদক বিক্রি করছেন প্রকাশ্যে। তারা আরও বলেন,আসামী ফেন্সি ফজল এলাকার রব মিয়ার সুতার মিলের সামনেই প্রকাশ্যে সকাল থেকে রাত পর্যন্ত বসে বসে আড্ডা দিলেও পুলিশ যেন তাকে দেখেও না দেখার ভান করছেন।
তারা অনতিবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী এবং মামলার অন্যতম আসামী গডফাদার শামীম ওসমানের আস্থাভাজন ফেন্সি ফজলকে গ্রেফতারের দাবী জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

জনপ্রিয় পোস্ট

হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী ফজল বেপরোয়া গ্রেপ্তারের দাবী এলাকাবাসীর

Update Time : 05:08:08 pm, Wednesday, 2 July 2025
বিশেষ প্রতিবেদকঃ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী এবং মামলার অন্যতম আসামী গডফাদার শামীম ওসমানের আস্থাভাজন এখনও পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশের চোখে তিনি যেন অধরা। সিদ্ধিরগঞ্জ থানায় গত বছরে রেজাউল করিম মিরাজের দায়ের করা মামলার ৫ (৬/৯/২৪ইং) আসামী এখনও পর্যন্ত গ্রেফতার না হওয়ায় ক্ষুদ্ধ স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা যায়, সদর উপজেলা নয়ামাটি লামাপাড়া এলাকার অন্যতম ত্রাস আবদুর রশিদ মিথুন এবং মোফাজ্জল হোসেন চুন্নুর ওস্তাদ হিসেবে পরিচিত অসন আলীর ছেলে ফেন্সি ফজল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার হত্যা মামলার এজাহার নামীয় ১১নং আসামী হয়েও এখনও বহাল তবিয়তে রয়েছে স্থানীয় কতিপয় বিএনপির নামধারী নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে।
বিগত স্বৈরাচারী শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে চুন্নু-মিথুনদের সাথে ফেন্সি ফজল ছিলেন আরো বেপরোয়া। চাদাঁবাজি-মাদক-সন্ত্রাস এবং ভুমিদস্যুতা সবকিছুতেই এ ফেন্সি ফজলের ভুমিকা ছিলো অন্যতম। নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের যেকোন মিছিল-মিটিংয়ে ভয়ংকর এ অপরাধী দলবল নিয়েই সভাস্থলে যোগ দিতেন নেতাকর্মীদের বহর নিয়ে। গত বছর জুলাই-আগষ্টের আন্দোলনে জালকুড়ি এলাকায় শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমানের সাথে চুন্নু-মিথুনও ফেন্সি ফজলরা প্রকাশ্যেই অস্ত্র উচিয়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হতাহতের ঘটনার জন্ম দেন।
স্থানীয়রা জানান,২০১৮ সালে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে তুমি-আমি-ডামি ভোটের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে গডফাদার শামীম ওসমানকে জয়লাভের জন্য লামাপাড়া এলাকার প্রতিটি ভোট কেন্দ্রই এ ফেন্সি ফজলের নেতৃত্বে দখল করে জালভোট প্রদান করতে সহায়তা করেন।
তারা আক্ষেপ করে বলেন, প্রায় একবছর হয়ে গেলো যে জুলাইয়ের ঘটনায় মামলার আসামী হয়েছে ফেন্সি ফজল। অথচ সেই মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া তো দুরের কথা প্রকাশেই বুক ফুলিয়ে বীরদর্পে এলাকাতে চলাচল করছেন। আবার এও বলে বেড়াচ্ছেন যে,আমাদেরকে গ্রেফতার করতে হলে বুকের পাটা অনেক বড় হওয়া লাগবে। এখনও ইউরোটেক্সের সামনে বসে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকারের মাদক বিক্রি করছেন প্রকাশ্যে। তারা আরও বলেন,আসামী ফেন্সি ফজল এলাকার রব মিয়ার সুতার মিলের সামনেই প্রকাশ্যে সকাল থেকে রাত পর্যন্ত বসে বসে আড্ডা দিলেও পুলিশ যেন তাকে দেখেও না দেখার ভান করছেন।
তারা অনতিবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী এবং মামলার অন্যতম আসামী গডফাদার শামীম ওসমানের আস্থাভাজন ফেন্সি ফজলকে গ্রেফতারের দাবী জানান।