Dhaka 12:15 am, Saturday, 22 November 2025

বিশ্ব মা দিবস আজ

  • Reporter Name
  • Update Time : 08:30:32 am, Sunday, 11 May 2025
  • 148 Time View

অগ্নিশিখা প্রতিবেদক: পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম দরদ।তাইতো বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালিত হয় মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য।

আজ রোববার (১১ মে) মে মাসের দ্বিতীয় রোববার হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মা দিবস। যুক্তরাষ্ট্রে সূচনা হলেও আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই দিবসটি পালিত হচ্ছে সম্মান ও ভালোবাসার বিভিন্ন আয়োজনে। বাংলাদেশেও থাকছে নানা উদ্যোগ।

সন্তানরা আজ মাকে উপহার ও ফুল দিয়ে জানাবেন শ্রদ্ধা ও ভালোবাসা। তবে বিশেষজ্ঞরা মনে করেন, মাকে ভালোবাসা শুধুই একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখার নয়। যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে, নিজের সব স্বাদ-আহ্লাদ ত্যাগ করে সন্তানকে বড় করেন, তাঁর প্রতি ভালোবাসা হওয়া উচিত প্রতিদিনের।

সাহিত্যে, সংস্কৃতিতে ও ধর্মে ‘মা’ বারবার ফিরে এসেছে। রবীন্দ্রনাথ, শামসুর রাহমান, আল মাহমুদ থেকে শুরু করে অনেক কবিই লিখেছেন মাকে নিয়ে। পবিত্র কোরআনেও আল্লাহ মা-বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন। সুরা লোকমানে বলা হয়েছে, ‘মা কষ্টের পর কষ্ট ভোগ করে গর্ভধারণ করে।’

বিশ্বজুড়ে ‘মা’ ডাকের শব্দগুলোতেও পাওয়া যায় চমৎকার মিল—বাংলায় ‘মা’, ইংরেজিতে ‘মাম’, চীনা ভাষায় ‘মামা’, জার্মান ভাষায় ‘মুটার’, আরবি ভাষায় ‘উম্মি’। ভাষাবিদ রোমান জ্যাকবসনের ব্যাখ্যায়, শিশুর প্রথম শব্দগুলো মুখভর্তি অবস্থায় নাক দিয়ে বের হয়, যা ‘ম’-ধ্বনি তৈরি করে।

আধুনিক মা দিবসের সূচনা ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়। এক স্কুলশিক্ষিকা অ্যানা জারভিসের মায়ের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির যাত্রা শুরু। পরে ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন।

আজকের এই দিনে পৃথিবীর প্রতিটি মা যেন অনুভব করেন—তাঁর সন্তানের ভালোবাসা শুধু শব্দে নয়, কর্মে ও যত্নেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mottakim Ahmed

Popular Post

সরাইল জাতীয় নাগরিক পার্টি উঠান বৈঠক অনুষ্ঠিত

বিশ্ব মা দিবস আজ

Update Time : 08:30:32 am, Sunday, 11 May 2025

অগ্নিশিখা প্রতিবেদক: পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম দরদ।তাইতো বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালিত হয় মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য।

আজ রোববার (১১ মে) মে মাসের দ্বিতীয় রোববার হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মা দিবস। যুক্তরাষ্ট্রে সূচনা হলেও আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই দিবসটি পালিত হচ্ছে সম্মান ও ভালোবাসার বিভিন্ন আয়োজনে। বাংলাদেশেও থাকছে নানা উদ্যোগ।

সন্তানরা আজ মাকে উপহার ও ফুল দিয়ে জানাবেন শ্রদ্ধা ও ভালোবাসা। তবে বিশেষজ্ঞরা মনে করেন, মাকে ভালোবাসা শুধুই একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখার নয়। যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে, নিজের সব স্বাদ-আহ্লাদ ত্যাগ করে সন্তানকে বড় করেন, তাঁর প্রতি ভালোবাসা হওয়া উচিত প্রতিদিনের।

সাহিত্যে, সংস্কৃতিতে ও ধর্মে ‘মা’ বারবার ফিরে এসেছে। রবীন্দ্রনাথ, শামসুর রাহমান, আল মাহমুদ থেকে শুরু করে অনেক কবিই লিখেছেন মাকে নিয়ে। পবিত্র কোরআনেও আল্লাহ মা-বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন। সুরা লোকমানে বলা হয়েছে, ‘মা কষ্টের পর কষ্ট ভোগ করে গর্ভধারণ করে।’

বিশ্বজুড়ে ‘মা’ ডাকের শব্দগুলোতেও পাওয়া যায় চমৎকার মিল—বাংলায় ‘মা’, ইংরেজিতে ‘মাম’, চীনা ভাষায় ‘মামা’, জার্মান ভাষায় ‘মুটার’, আরবি ভাষায় ‘উম্মি’। ভাষাবিদ রোমান জ্যাকবসনের ব্যাখ্যায়, শিশুর প্রথম শব্দগুলো মুখভর্তি অবস্থায় নাক দিয়ে বের হয়, যা ‘ম’-ধ্বনি তৈরি করে।

আধুনিক মা দিবসের সূচনা ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়। এক স্কুলশিক্ষিকা অ্যানা জারভিসের মায়ের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির যাত্রা শুরু। পরে ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন।

আজকের এই দিনে পৃথিবীর প্রতিটি মা যেন অনুভব করেন—তাঁর সন্তানের ভালোবাসা শুধু শব্দে নয়, কর্মে ও যত্নেও।