বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল মিলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সাড়ে সাত ঘণ্টার ব্যবধানে দগ্ধ দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
গত সোমবার সকাল ৯ টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কবিরের মৃত্যু হয় ও রোববার (৪ মে) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে আইসিইউতে হান্নানের মৃত্যু হয়। নিহতরা হলেন, মো. হান্নান (৫২) ও মো. কবির হোসেন (৪৫)।
বৃহস্পতিবার ১ মে সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল ১০টার দিকে ভর্তি করা হয়।
তাদের নিয়ে আসা মো. ফারুক আহমেদ জানান, রূপগঞ্জের কাজীপাড়া এলাকায় মঞ্জুর টেক্সটাইলে চারজন কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ মিলের ভেতর গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়। পরে আমরা তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রূপগঞ্জে একটি টেক্সটাইল থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন এসেছে। তাদের মধ্যে মো. হান্নানের আইসিইউতে মৃত্যু হয়েছে। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল ও মো. কবির হোসেনও আইসিইউ সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়েছে। তার শরীরে ৫৩ শতাংশ দগ্ধ ছিল।