Dhaka 2:35 am, Saturday, 22 November 2025

এনসিটিবি থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি

  • Reporter Name
  • Update Time : 11:28:31 am, Sunday, 27 April 2025
  • 173 Time View
১১

অগ্নিশিখা প্রতিবেদক: জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের গণতন্ত্রকামী সকল জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব মনেপ্রাণে ধারণ করলেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তা ধারণ করছে না বলে জানিয়েছে আন্দোলনটির অন্যতম অগ্রণী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবির কথা জানায় বিএনপির ভ্রাতৃপ্রতিম এই সংগঠনটি।

এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের গণতন্ত্রকামী সব জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব মনেপ্রাণে ধারণ করলেও এনসিটিবি এটি ধারণ করছে না। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়ে পাঠদানের জন্য বস্তুনিষ্ঠ পাঠ্যক্রম তৈরি করতে তাদের উদাসীনতা দেখা যাচ্ছে। পাঠ্যক্রমে বীর শহীদদের আত্মত্যাগের বিষয়গুলো উল্লেখ করতে এনসিটিবির অনীহা দৃশ্যমান।

এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর রবিউল কবীর চৌধুরী এবং সদস্য (পাঠ্যপুস্তক) ড. রিয়াদ চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগী। তারা দীপু মনি ও নওফেলের ঘনিষ্ঠ হওয়ার কারণে এনসিটিবিতে এখনও ফ্যাসিবাদের দোসররা তৎপর। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ দুজন কর্মকর্তাকে অবিলম্বে এনসিটিবি থেকে অপসারণের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এ বিষয়ে তারা বলেন, ‘পরবর্তী প্রজন্মকে জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য সম্পর্কে অবহিত করার প্রধান দায়িত্ব পালন করতে হবে এনসিটিবিকে। কিন্তু এনসিটিবির কর্তাব্যক্তিরা এখনও ফ্যাসিবাদকে লালন করছে। এনসিটিবি থেকে ফ্যাসিস্টদের বিতাড়িত করতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mottakim Ahmed

Popular Post

এনসিটিবি থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি

Update Time : 11:28:31 am, Sunday, 27 April 2025
১১

অগ্নিশিখা প্রতিবেদক: জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের গণতন্ত্রকামী সকল জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব মনেপ্রাণে ধারণ করলেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তা ধারণ করছে না বলে জানিয়েছে আন্দোলনটির অন্যতম অগ্রণী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবির কথা জানায় বিএনপির ভ্রাতৃপ্রতিম এই সংগঠনটি।

এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের গণতন্ত্রকামী সব জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব মনেপ্রাণে ধারণ করলেও এনসিটিবি এটি ধারণ করছে না। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়ে পাঠদানের জন্য বস্তুনিষ্ঠ পাঠ্যক্রম তৈরি করতে তাদের উদাসীনতা দেখা যাচ্ছে। পাঠ্যক্রমে বীর শহীদদের আত্মত্যাগের বিষয়গুলো উল্লেখ করতে এনসিটিবির অনীহা দৃশ্যমান।

এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর রবিউল কবীর চৌধুরী এবং সদস্য (পাঠ্যপুস্তক) ড. রিয়াদ চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগী। তারা দীপু মনি ও নওফেলের ঘনিষ্ঠ হওয়ার কারণে এনসিটিবিতে এখনও ফ্যাসিবাদের দোসররা তৎপর। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ দুজন কর্মকর্তাকে অবিলম্বে এনসিটিবি থেকে অপসারণের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এ বিষয়ে তারা বলেন, ‘পরবর্তী প্রজন্মকে জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য সম্পর্কে অবহিত করার প্রধান দায়িত্ব পালন করতে হবে এনসিটিবিকে। কিন্তু এনসিটিবির কর্তাব্যক্তিরা এখনও ফ্যাসিবাদকে লালন করছে। এনসিটিবি থেকে ফ্যাসিস্টদের বিতাড়িত করতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে না।