মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
আদালত প্রতিবেদক: আজ থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ এই ৪৮ বেঞ্চে অনুষ্ঠিত হবে। এই ৪৮ বেঞ্চের মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ আর ১৮টি একক বেঞ্চ রয়েছে।
সরকার ঘোষিত ছুটি, ঈদুল ফিতরের ছুটি ও অবকাশ শেষে এক মাস পর আজ ২০ এপ্রিল রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরল সুপ্রিম কোর্ট।
এদিকে, সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টে ৪৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। আজ রোববার (২০ এপ্রিল) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ এই ৪৮ বেঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এই ৪৮ বেঞ্চের মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ১৮টি একক বেঞ্চ রয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আজ সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিন সকাল ৯টায় প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় বেলা পৌনে ১১টায়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৪ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন ২৫ মার্চ দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।