শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
নবাবগঞ্জ প্রতিনিধি: প্রেমের ভান করিয়া কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। ঢাকার নবাবগঞ্জ উপজেলার পশ্চিম চক বাহ্রা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে কিশোরীকে উদ্ধার ও মাদ্রাসা শিক্ষককে আটক করে। গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক কাউসার হোসেন (৩০) দোহার উপজেলার উত্তর চর জয়পাড়া গ্রামের আমির উদ্দিনের ছেল।
পুলিশ ও ভিকটিম পরিবার সূত্রে জানায়, ১৩ বছর বয়সী কিশোরী ও শিক্ষকের কাছে আরবী পড়তো। সে সুবাদে তাঁদের বাড়িতে আসা যাওয়া করতো। গত ১৪ এপ্রিল সকাল সাড়ে ৫টায় ওই শিক্ষক কিশোরীকে ফোন করে রাস্তায় ডেকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর দাদি বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক রাস্তায় গেলে তাকে আর পায়নি। পরে তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় খুজে না পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানায়। পরিবারের সন্দেহ মোতাবেক ওই মাদ্রাসা শিক্ষককে খুঁজে পুলিশ। নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে নবাবগঞ্জের যন্ত্রাইল এলাকার একটি বাড়ি হতে কিশোরীকে উদ্ধার করে। এসময় মাদ্রাসা শিক্ষক কাউসারকে আটক করে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার হওয়া কাউসার বাহ্রা এলাকার একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকুরী করতো। তার বিরুদ্ধে নারী সংক্রান্ত অভিযোগ থাকায় প্রতিষ্ঠান কমিটি ২ মাস আগে চাকুরীচ্যুত করে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, বুধবার সকালে এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।