Update Time :
10:44:02 am, Wednesday, 16 April 2025
114
Time View
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
অগ্নিশিখা প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। বুধবার (১৬ এপ্রিল) হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠকের তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকের অংশ হিসাবে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশকে যুক্তরাজ্যের সমর্থন এবং গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পথ নিয়ে যাওয়া নিয়ে তারা আলোচনা করেন।
২
অগ্নিশিখা প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
বুধবার (১৬ এপ্রিল) হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠকের তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকের অংশ হিসাবে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে বাংলাদেশকে যুক্তরাজ্যের সমর্থন এবং গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পথ নিয়ে যাওয়া নিয়ে তারা আলোচনা করেন।