শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি একই পরিবারের দুই নরী ও এক শিশুর গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা এগারোটার দিকে সিদ্ধিরগঞ্জে মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দা আমির হোসেনের বাড়ির দেয়াল ঘেঁষে রাস্তার পাশ থেকে পচা লাশের দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা ট্রিপল লাইনে কল দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে দুপুর ১ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাস্তার পাশে মাটি খুঁড়তেই একে একে বেরিয়ে আসে লামিয়া আক্তার, তার চার বছর বয়সের শিশু সন্তান আব্দুল্লাহ হাবিব ও লামিয়ার প্রতিবন্ধী বড় বোন স্বপ্না আক্তারের শরীরের খণ্ড বিখণ্ড অংশ। মাত্র এক ফুট মাটির নিচে ৩ জনের লাশের খণ্ডিত অংশগুলো একটি বস্তা দিয়ে ঢেকে রাখা ছিল।
নিহতরা হলেন, মিজমিজি পশ্চিমপাড়া এলাকার সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে হাবিব (৩)। এ ঘটনায় লামিয়া আক্তারের স্বামী ইয়াছিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়,গত ৪ দিন ধরে তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে তাদের গলাকাটা বস্তাবন্দি মরদেহ দেখতে পাওয়া যায়।
নিহতের বড় খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা বাবা-মা হারা।লামিয়া প্রেম করে বিয়ে করে। তার একটি সন্তান রয়েছে। বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। ৪দিন ধরে তাদের খোঁজ পাচ্ছিলাম না। আজ এসে দেখি আমার বোনের মেয়েরা নিহত। দুই বোনের মধ্যে লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাদের সংসারের প্রায় সমস্যা হতো। আমরা জানি না কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। লামিয়ার স্বামীকে আমরা গ্রেপ্তার করেছি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।