মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদক: হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হককে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই মনোনয়ন দেন।
আজ সোমবার (১৭ মার্চ) সুপ্রিম কোর্টের এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।
হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান পদে হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হককে মনোনয়ন প্রদান করেছেন।
একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফা খাতুনের ছোট মেয়ে বিচারপতি কাজী জিনাত হক।
তিনি দুই মেয়াদে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ২০ অক্টোবর কাজী জিনাত হক হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।