শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
রুট পারমিটও ফিটনেসবিহীন বাস ডাম্পিং য়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি, জেলা প্রশাসক সালমান এফ রহমানের রাজনীতির শিকার নবাবগঞ্জের হতদরিদ্র ৩৪০ পরিবার ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ জামিনে মুক্তির পেয়ে ফের সংঘর্ষ সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে মঞ্জু টেক্সটাইল মিলের ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু চন্দ্রা তিতাস গ্যাস নিয়ে সার্ভিস টিমের সদস্যদের মাঝে দুর্নীতি জেকে বসেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সাধারণত ঈদের আগে সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

ইতিহাসের সবচেয়ে দামি ভিলেন হতে যাচ্ছেন প্রিয়াংকা চোপড়া!

বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ে সিনেমায় ভিলেনদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এবং বড় বড় তারকারা এখন খল চরিত্রে পর্দায় উপস্থিত হচ্ছেন। বিশেষ করে বলিউডের সিনেমাগুলোতে এই ভিলেন চরিত্রে সুপারস্টারদের দেখা যাচ্ছে। যেমন ‘কবির সিং’, ‘কেজিএফ’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা’, ‘টাইগার’, ‘পাঠান’, ‘জওয়ান’—এ ধরনের ছবিগুলোতে খল চরিত্রের প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে।

ববি দেওল এবং সঞ্জয় দত্তের মতো বড় অভিনেতারা ভিলেনের চরিত্রে দাপট দেখাচ্ছেন। তবে তাদের সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছেন এবার এক অভিনেত্রী। সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে ‘সবচেয়ে দামি ভিলেন’ হিসেবে নাম লেখাচ্ছেন এই বলিউড তারকা।

তিনি প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমায় প্রধান ভিলেন চরিত্রে হাজির হবেন দেশিগার্ল’খ্যাত এ অভিনেত্রী। চরিত্রটিতে অভিনয়ের জন্য মোটা অংকের পারিশ্রমিক পাবেন তিনি, যা হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে ভিলেন চরিত্রের জন্য সর্বোচ্চ।

জানা গেছে, এই সিনেমার বাজেট ধরা হয়েছে ১ হাজার কোটি রুপি। ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটাই। রাজামৌলি এই ছবিতে প্রিয়াঙ্কার পারিশ্রমিক হিসেবে ৩০ কোটি রুপি নির্ধারণ করেছেন। এর আগে কোনো পুরুষ বা নারী শিল্পী ভিলেন চরিত্রে এত পারিশ্রমিক নেননি বলে দাবি পিঙ্কভিলার।

এর আগে ববি দেওল ‘অ্যানিমাল’ সিনেমার জন্য ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সঞ্জয় দত্ত ‘কেজিএফ ২’ এবং ‘লিও’ সিনেমায় ভিলেন চরিত্রের জন্য ৮-৯ কোটি রুপি নিয়েছেন। বিজয় সেতুপতি ‘জওয়ান’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে ২১ কোটি রুপি এবং সাইফ আলি খান ‘আদিপুরুষ’ সিনেমায় রাভণের চরিত্রে পেয়েছিলেন ১০ কোটি রুপি পারিশ্রমিক।

অন্যদিকে ইমরান হাশমি ‘টাইগার ৩’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com