রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইল তেলিকান্দি পশ্চিম দঃ পাড়া বাইতুস সালাম জামে মসজিদের দুই গ্রুপে মিলাদ কিয়াম নিয়ে হাতাহাতি এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও পুলিশ গ্রেফতার করছে না দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ মাদক ব্যবসায়ী অহিদুল ইসলাম জাফরকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ মাদক ব্যবসায়ী ছয়জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ দৈনিক মানবজমিন প্রত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সদর সুলতানপুর হালকাটা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার আটক ১ জন নারায়ণগঞ্জের ফতুল্লায় আইন উপদেষ্টা ড, আসিফ নজরুল নারায়ণগঞ্জে জমায়েতে ইসলামীর মানববন্ধন

অর্ধ কোটি টাকার গার্মেন্টসের চুরি হওয়া কাপড় উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লি. নামের একটি রপ্তানিমুখি পোশাক কারখানার জন্য চিন থেকে আমদানি করা চুরি হওয়া অর্ধ কোটি টাকা মূল্যের জিন্সের কাপড় উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪।

গাজীপুরের কোনাবাড়ি এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ওই মালামালগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুম ওরফে বাবুকে (৩৪) নামের একজনকে গাজীপুরের কোনাবাড়ি থেকে আটক করা হয়।

গত শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান।

অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান আরো জানান, ৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার আশুলিয়ায় রেডিয়েন্স গার্মেন্টে চায়না (চিন) থেকে আমদানি করা জিন্সের কাপড় নিয়ে একটি কাভার্ড ভ্যান রওনা দেয়। পথে কাভার্ডভ্যানটি নারায়ণগঞ্জে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় এসে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এমন ঘটনায় ১০ জানুয়ারি প্রতিষ্ঠানটির আইন কর্মকর্তা মো. জুয়েল বাদি হয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে একটি অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে শিল্প পুলিশের সাত সদস্যের একটি আভিযানিক দল কাজ শুরু করে। এক পর্যায়ে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে মাসুম ওরফে বাবু নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের সুবাদে কোনাবাড়ির মদিনা মার্কেট হতে ১১২ রোল এবং নারায়ণগঞ্জের ২নং রেল গেট এলাকার গুলশান মার্কেট হতে ২৩৬ রোল ফেব্রিকসহ চুরি হওয়া ৩৪৮ রোল ফেব্রিক উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা। উদ্ধার করা হয় কাভার্ডভ্যানটিও। পরে এই ঘটনায় গত ১২ জানুয়ারি রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের (যার নং-২৪) করা হয়।

অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান আরও বলেন, এই ঘটনার মূলহোতা আজহার নামে এক ব্যক্তির সম্পৃক্ততা প্রাথমিকভাবে পাওয়া গেছে। একই সঙ্গে কাভার্ডভ্যানের চালক নয়ন, চট্টগ্রাম বন্দরের লোডিং চালক সাগরেরও সংশ্লিষ্টতার প্রমাণও মিলেছে প্রাথমিকভাবে। আমরা তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। তবে সন্তুষ্টির বিষয় হচ্ছে চুরি হওয়া সকল মালামালই আমরা উদ্ধার হয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com