মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল হক
- Update Time : 10:19:34 am, Wednesday, 15 January 2025
- / 128 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এম আজিজুল হক আর নেই। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে রাজধানীর উত্তরায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে পুলিশ সদরদপ্তর।
এম আজিজুল হক ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।
এছাড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম আজিজুল হক।
সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০২০ সালের মাঝামাঝি পর্যন্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা ও অর্থ উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি।





















