Dhaka 3:00 am, Friday, 28 November 2025

ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক স্কুলের ব্যাগের বরাদ্দ আত্মসাৎ

Reporter Name
  • Update Time : 12:43:31 pm, Wednesday, 15 January 2025
  • / 166 Time View
১১

শাহজাহান আলী, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ব্যাগ বিতরণ না করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ও সচিব রিয়াজুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় তবকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এনামুল হক মানিক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য দুই লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ তবকপুর ইউনিয়ন পরিষদের সোনালী ব্যাংক হিসাব (নং ৫২১৭৫০২০০১০১৫) থেকে সরবরাহ করার কথা ছিল। তবে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো বরাদ্দকৃত স্কুল ব্যাগ বা সমপরিমাণ শিক্ষা উপকরণ পায়নি। বিষয়টি সাদুল্যা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদা বেগম নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, “ব্যস্ততার কারণে সঠিক সময়ে বিদ্যালয়ে বরাদ্দকৃত ব্যাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে বরাদ্দকৃত অর্থ এখনো ব্যাংকে রয়েছে এবং দ্রুতই ব্যাগ সরবরাহ করা হবে।”

উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোগদার বলেন, “ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক স্কুলের ব্যাগের বরাদ্দ আত্মসাৎ

Update Time : 12:43:31 pm, Wednesday, 15 January 2025
১১

শাহজাহান আলী, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ব্যাগ বিতরণ না করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ও সচিব রিয়াজুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় তবকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এনামুল হক মানিক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য দুই লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ তবকপুর ইউনিয়ন পরিষদের সোনালী ব্যাংক হিসাব (নং ৫২১৭৫০২০০১০১৫) থেকে সরবরাহ করার কথা ছিল। তবে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো বরাদ্দকৃত স্কুল ব্যাগ বা সমপরিমাণ শিক্ষা উপকরণ পায়নি। বিষয়টি সাদুল্যা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদা বেগম নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, “ব্যস্ততার কারণে সঠিক সময়ে বিদ্যালয়ে বরাদ্দকৃত ব্যাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে বরাদ্দকৃত অর্থ এখনো ব্যাংকে রয়েছে এবং দ্রুতই ব্যাগ সরবরাহ করা হবে।”

উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোগদার বলেন, “ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।