মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ চলে গেলেন টালিউডের ‘বাঘা যতীন’ খ্যাত জনপ্রিয় পরিচালক অরুণ রায়। আজ (২ জানুয়ারি) সকালে কলকাতার আর জি কর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন এ নির্মাতা তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
চিকিৎসক ও সহশিল্পীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই পরিচালক। এর মধ্যে হাসপাতালে গিয়ে পরিচালককে দেখে এসেছিলেন অভিনেতা দেব। এবং হাসপাতালে অরুণ রায়ের পাশে সবসময় ছিলেন ওপারের অভিনেতা কিঞ্জল নন্দ।
২০২৩-এ মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি ‘বাঘাযতীন’। শারীরিক অসুস্থতা নিয়েই এই ছবির প্রচার করেছিলেন অরুণ রায়। প্রথম থেকে যদিও সাহস যুগিয়ে গেছেন দেব। তবে ক্যানসার আক্রান্ত হওয়ার পর থেকেই বিশ্রামে থাকা খুব একটা পছন্দ করতেন না পরিচালক নিজেও। তাই একটু সুস্থ হলেই কাজ শুরু করেছিলেন।
এদিকে অরুণ রায়ের পরিচালনায় ‘হীরালাল’ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করেন কিঞ্জল। সামাজিক মাধ্যমে অরুণের শারীরিক অবস্থার অবনতির কথাও জানিয়েছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অরুণ। তার মৃত্যুতে শোকাহত টলিপাড়া।