মঙ্গলবার, ২২ Jul ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অষ্টম নন-ফিকশন বইমেলা। ২৮, ২৯, ও ৩০ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা। এই মেলায় ৩৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টায় ব্যবসায় শিক্ষা অনুষদে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এ মেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা। বণিক বার্তা ও ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে এ বইমেলার আয়োজন করছে। সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গণ। এ বছর মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে।
মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র্যাফল ড্রর আয়োজন। র্যাফল ড্রয়ে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার, যার মধ্যে আছে এয়ার টিকিট, স্মার্ট টেলিভিশন, রেফ্রিজারেটর, কিন্ডল, স্মার্টফোনসহ আরো অনেক কিছু।