ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’
- Update Time : 06:51:50 am, Tuesday, 17 December 2024
- / 104 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ বায়ুদূষণের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। আর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভো।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, আজ দূষণের তালিকায় শীর্ষে অবস্থান করা দিল্লির স্কোর ৫১৯। অর্থাৎ আজ দিল্লির বায়ু দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভোর স্কোর ২৮৬, অর্থাৎ শহরটির বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর।
একইভাবে ঢাকার বায়ুও আজ খুবই অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৬৪। এর ঠিক পরেই অবস্থান করছে পাকিস্তানের রাজধানী লাহোর। লাহোরের বাতাসও আজ খুবই অস্বাস্থ্যকর এবং তাদের স্কোর ২৫৭। এছাড়াও খুবই অস্বাস্থ্যকর বায়ু বিরাজ করছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর (২৪৯) এবং ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে (২১৫)।
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।





















