বৃহস্পতিবার, ২৪ Jul ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
চট্টগ্রামে নকল প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রি, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারশন নিখোঁজ সংবাদ সরাইলে সৌদি প্রবাসীর বাড়িতে দরজা ভেঙ্গে চোরি, চোর শনাক্ত হলেও উদ্ধার হয়নি চোরি হওয়া মালামাল দুর্নীতি, চাঁদাবাজি ও মবসন্ত্রাস দমন করার দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ সদর থানা ১৩ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ  নারায়ণগঞ্জ সদর থানা অটো চালকদের কাছ থেকে চাঁদাবাজি,গ্রেফতার করেছে পুলিশ চাঁদাবাজ ভূমিদস্যু ও দখলবাজদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করছে ভুক্তভোগী শাহাব উদ্দীন দুই জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সরাইল হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

“বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য সুইডেনকে প্রধান উপদেষ্টার আহ্বান”

অগ্নিশিখা প্রতিবেদকঃ সুইডেনকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যবসা সহজ করার জন্য গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার (২ ডিসেম্বর) তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসকে একথা বলেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আরও বেশি সুইডিশ বিনিয়োগকে উৎসাহিত করি’, তার সরকার দুর্নীতি দমন করেছে। রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকে সহজ করেছে এবং শ্রম আইন সম্পর্কিত আইএলও কনভেনশন অনুমোদনের দিকে এগিয়ে গেছে।

রাষ্ট্রদূত উইকস এসময় বলেন, তার সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে। উইকস বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই পরিবর্তনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

বৈঠকে তারা জুলাই-আগস্ট বিপ্লব, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ এবং গণবিদ্রোহে নারীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

এসময় অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার নির্বাচনের আগে সংস্কার করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘বিপ্লবের মূল শব্দ ছিল সংস্কার। দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com