শনিবার, ২৬ Jul ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

সর্বশেষ :
2 of 4,461 কাশিমপুর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তদন্তে পুলিশ, আস্থাহীনতার আতঙ্কে ভুক্তভোগী পরিবার মামলার বাদির স্বাক্ষর জাল করিয়া কোটে ফাইনাল চার্জ সিট দাখিল ময়মনসিংহ ফুলপুর থানার এস আই সানাউল হকের বিরুদ্ধে অভিযোগ নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা  সরাইলে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১নং খতিয়ানের ভূমি দলীয় ব্যানারে একাধিক স্থাপনা উচ্ছেদ করে নেতার দখল চট্টগ্রামে নকল প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রি, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারশন নিখোঁজ সংবাদ সরাইলে সৌদি প্রবাসীর বাড়িতে দরজা ভেঙ্গে চোরি, চোর শনাক্ত হলেও উদ্ধার হয়নি চোরি হওয়া মালামাল দুর্নীতি, চাঁদাবাজি ও মবসন্ত্রাস দমন করার দাবিতে মানববন্ধন

বিএনপি-জামায়াতকে নিয়ে ঐক্যের ডাক দিলেন হাসনাত

ক্রীড়া ডেস্কঃ ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যেখানে তিনি পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস এবং দলাদলির বদলে একতা ও ঐক্যের ডাক দিয়েছেন। ১৯ নভেম্বর রাত ১২টা ৮ মিনিটে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, বিগত দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের জাতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামায়াত। আওয়ামী লীগের অন্যায়, অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতা-কর্মীকে চিরতরে হারিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামায়াতের ওপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমতম অত্যাচারের খড়গ।

তিনি বলেন, ২৪-র গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু-কিশোররাও আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী স্বৈরশাসনের দুর্দিন পেরিয়ে চব্বিশের সফল গণঅভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে ২৪-র গণঅভ্যুত্থান।

তিনি আরও লিখেছেন, একটি ব্যাপার আমাদের মনে রাখা দরকার, এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউই আর ৭১ ও ৯০-এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসেবে মাথাচাড়া দিয়ে উঠুক, তেমনই চাই না যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিশক্তির আধিপত্য কায়েম হোক। দেশ ও দেশের জনগণের স্বার্থে এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকলের একতা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব একই গন্তব্যের দিকে।

বিভাজনের বদলে ঐক্যের আহ্বান জানিয়ে হাসনাত বলেন, আমরা বিভাজনের বদলে ঐক্য চাই। অপশাসনের বদলে সুশাসন চাই। বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানাবিধ দুর্দশায় দিনানিপাত করছে। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com